জামালপুরের মাদারগঞ্জে ঘরে ঢুকে চাচা ও ভাতিজাকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। এতে চাচা মাসুদ প্রামাণিক (২৩) নিহত হয়েছেন। গুরুতর আহত ভাতিজা রুবেল প্রামাণিককে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।
রবিবার সকালে উপজেলার ১ নম্বর চরপাকেরদহ ইউনিয়নের গোয়ালেকান্দা গ্রামে এ ঘটনা ঘটেছে।
পুলিশ জানায়, চাচা-ভাতিজা বসতঘরে ঘুমিয়ে থাকাবস্থায় ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই মাসুদ প্রামাণিকের মৃত্যু হয়। মুমূর্ষু অবস্থায় ভাতিজা রুবেল প্রামাণিককে প্রথমে মাদারগঞ্জ এবং পরে জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতের বাবা শোভা প্রামাণিক জানান, রুবেল প্রামাণিকের বড় ভাই বিদেশ থেকে আসছে। তাকে আনার জন্য রাতে তার মা-বাবা রাজধানীতে চলে যান। রাতে চাচার সঙ্গে রুবেল ঘুমিয়ে ছিল। সকালে তাদের ডাকাডাকি করে দরজা না খোলায় দরজা ভেঙে ঘরে ঢুকে তাদের রক্তাক্ত অবস্থায় দেখে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে মাসুদ প্রামাণিকের লাশ উদ্ধার করে।
মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ বলেন, ঘটনাস্থল থেকে রক্তমাখা ছুরি ও একটি মোবাইল ফোন উদ্ধার করেছি। তদন্তকাজ চলছে। তদন্তের পর বিস্তারিত জানতে পারব।