ফিফা র‌্যাঙ্কিংয়ে বড় লাফ বাংলাদেশের

বাংলাদেশ নারী ফুটবলের জন্য এক ঐতিহাসিক সাফল্য নিয়ে এসেছে ফিফা র‌্যাঙ্কিং। বৃহস্পতিবার ফিফার প্রকাশিত সর্বশেষ বিশ্ব র‍্যাঙ্কিংয়ে এক লাফে ২৪ ধাপ এগিয়ে ১০৪ নম্বরে উঠে এসেছে বাংলাদেশ। রেটিং পয়েন্টে ৮০-এর বেশি যোগ হয়ে বদলে গেছে র‍্যাঙ্কিংয়ের চিত্র, যা দেশের নারী ফুটবলের জন্য এক নতুন দিগন্তের সূচনা।

গতবার বাংলাদেশের রেটিং ছিল ১০৯৯.৩৬, এবার বেড়ে হয়েছে ১১৭৯.৮৭—অর্থাৎ ৮০.৫১ পয়েন্টের বিশাল অগ্রগতি। এই অগ্রগতির পেছনে রয়েছে এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বে দলের টানা তিনটি জয়, যা প্রথমবারের মতো এশিয়ান কাপেও জায়গা নিয়ে এসেছে বাংলাদেশের জন্য।

নতুন র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ পেছনে ফেলেছে ফারো দ্বীপপুঞ্জ (১০৫), মাল্টা, এমনকি ইউরোপের দেশ লিথুয়ানিয়া ও এস্তোনিয়াও খুব বেশি এগিয়ে নয়।

১০২: এস্তোনিয়া – ১১৮৯.৬৪ পয়েন্ট
১০৩: লিথুয়ানিয়া – ১১৮২.৬৮ পয়েন্ট
১০৪: বাংলাদেশ – ১১৭৯.৮৭ পয়েন্ট
১০৫: ফারো দ্বীপপুঞ্জ – ১১৭৭.১২ পয়েন্ট

এস্তোনিয়া ও লিথুয়ানিয়ার সঙ্গে ব্যবধান এখন অল্পই, যা সামনের ম্যাচগুলোয় সহজেই পেরিয়ে যাওয়ার মতো।

Tags :

News Desk

Most Discussed

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More on this topic

    People’s Agenda

Copyrights are reserved by NE News © 2025