সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় ছুরিকাঘাতে খুন হয়েছেন এক যুবদলকর্মী। তার নাম রনি হোসাইন।
শনিবার (৯ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে গোলাপগঞ্জ পৌরসভার কদমতলী নামক স্থানে এ ঘটনা ঘটেছে। এ হত্যার সঙ্গে শেখ রাজু নামে গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের এক নেতা জড়িত থাকার অভিযোগ উঠেছে।
জানা যায়, ঘটনার কয়েক ঘণ্টা আগে রনি তার ফেসবুক আইডিতে নারীঘটিত বিষয় নিয়ে রাজুর বিরুদ্ধে কয়েকটি পোস্ট করেছেন। এরই জের ধরে হত্যাকাণ্ডটি ঘটতে পারে বলে স্থানীয়দের ধারণা।
এদিকে, ছুরিকাঘাতের পর মধ্যরাতে রনির স্বজনরা তার রক্তাক্ত দেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তারা জরুরি বিভাগের গেট তালাবদ্ধ দেখতে পান। আধা ঘণ্টারও বেশি সময় ডাকাডাকির পরও কেউ না খুললে ক্ষুব্ধ স্বজনরা গেটের তালা ভাঙার চেষ্টা করেন। পরে একজন গেট খুলে দিলে রনির দেহ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান স্বজনরা। এ সময় কর্তব্যরত চিকিৎসক রনিকে মৃত ঘোষণা করেন।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান মোল্লা বলেন, হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে আমরা অভিযান চালাচ্ছি।