এবার ওটিটিতে ‘দেয়ালের দেশ’

গত বছরের অন্যতম প্রশংসিত বাংলা চলচ্চিত্র ‘দেয়ালের দেশ’ এবার মুক্তি পেল জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। ১৭ জুলাই রাত ১২টা ১ মিনিট থেকে সিনেমাটি স্ট্রিমিং হচ্ছে চরকিতে, যা নিশ্চিত করা হয়েছে চরকির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত ট্রেলারে।

সরকারি অনুদানে নির্মিত মিস্ট্রি-রোমান্স ধারার সিনেমাটি পরিচালনা ও চিত্রনাট্য করেন মিশুক মনি। প্রথমে ২০২৪ সালের রোজার ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পায়। সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেন শবনম বুবলী (নহর), শরিফুল রাজ (বৈশাখ)।

‘দেয়ালের দেশ’ সিনেমার কাহিনি এক ভিন্নধর্মী প্রেম নিয়ে। নহর ও বৈশাখ—দুজনের সম্পর্ক গড়ে ওঠে এক রহস্যঘেরা পরিস্থিতিতে, যার সূচনা হাসপাতালের মর্গে। মৃত্যু, জীবন, সম্পর্ক—এই তিনের ত্রিভুজে দাঁড়িয়ে সিনেমাটি এক গভীর আবেগ-জড়ানো গল্প বলে।

সিনেমায় আরও অভিনয় করেছেন শাহাদাত হোসেন, জিনাত সানু স্বাগতা, আজিজুল হাকিম, সাবেরী আলম, সমাপ্তি মাশুক, এ কে আজাদ সেতু ও দীপক সুমন।

চরকির ট্রেইলারে ব্যবহার করা হয়েছে প্রভাবশালী ক্যাপশন : ‘জীবন আর সম্পর্কের মাঝে মহাকালের মতো দাঁড়ানো এক মৃত্যুর দেয়াল।’ এই এক লাইনে পুরো সিনেমার রহস্যময় আবহ স্পষ্ট হয়ে ওঠে।

পরিচালক মিশুক মনি বলেন, আমার মনে হয়েছে ‘দেয়ালের দেশ’ সিনেমাটির দর্শক আর চরকির দর্শকের মিল রয়েছে। খানিকটা দেরিতে মুক্তি পেলেও ওটিটিতে আসায় সিনেমাটি দেশ–বিদেশে আরও বেশি দর্শকের কাছে পৌঁছাবে।

নায়িকা বুবলী বলেন, এই সিনেমায় কাজ করাটা আমার জন্য কঠিন সিদ্ধান্ত ছিল। আমি তখন পুরোপুরি কমার্শিয়াল ছবির নায়িকা। এখানে আমাকে চরিত্র হয়ে উঠতে হয়েছে। ‘দেয়ালের দেশ’ সত্যিই আলাদা ধরনের কাজ। অনুদানের সিনেমা নিয়ে যেসব ট্যাবু রয়েছে, তা ভাঙবে এই সিনেমা।

প্রেক্ষাগৃহে মুক্তির সময় সিনেমার গল্প, অভিনয়, সংগীত ও ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে দর্শক ও সমালোচকদের কাছ থেকে এসেছে ব্যাপক প্রশংসা।

Tags :

Entertainment Desk

Most Discussed

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More on this topic

    People’s Agenda

Copyrights are reserved by NE News © 2025