বাংলাদেশে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর থেকে বিভিন্ন ইস্যুতে মব সন্ত্রাস একটি দৈনন্দিন বিষয় হয়ে দাঁড়িয়েছে। সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), বীর মুক্তিযোদ্ধা কে এম নূরুল হুদাকে জুতার মালা পরানো এবং ইসলাম ধর্ম অবমাননার অভিযোগ তোলে হিন্দু সম্প্রদায়ের বৃদ্ধ বাবা ও ছেলেকে মারধরের ঘটনার রেশ না কাটতেই এবার মন্দির অপসারণের আল্টিমেটাম দিয়েছেন কথিত মুসল্লিরা।
জানা গেছে, ঢাকার খিলক্ষেত সর্বজনীন শ্রী শ্রী দূর্গা মন্দির অপসারণের দাবি জানিয়েছেন কিছু মুসল্লি। সোমবার (২৩ জুন) রাত ১১টার দিকে মুসল্লিদের একটি মিছিল থেকে মন্দিরটি অপসারণের আল্টিমেটাম দেওয়া হয়।
তারা হুমকি দিয়েছেনন, মঙ্গলবার দুপুর ১২টা মধ্যে মন্দির সরিয়ে নিতে হবে। অন্যথায় তারা মন্দির ভেঙে ফেলবেন।
সুমন সুধা নামে এক সনাতন ধর্মাবলম্বী বলেন, রাতে হঠাৎ একদল উগ্রবাদী মানুষ মন্দিরে এসে অতর্কিত হামলা চালায়। এসময় তারা বলেছেন, মঙ্গলবার দুপুর ১২টার ভেতরে মন্দির ভেঙে ফেলবেন।
খিলগাঁও থানার পরিদর্শক (তদন্ত) মো. আশিকুর রহমান বলেন, এমন একটি ঘটনা জানতে পেরেছি। আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি মীমাংসা করার চেষ্টা করছেন।
মন্দির ভাঙার আল্টিমেটাম দেওয়ার বিষয়ে তিনি বলেন, সেখানে কিছু মুসল্লি এসে একটি উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি করেছে। এমন পরিস্থিতিতে অনেকেই অনেক কিছু বলে। তবে পুরো বিষয়টি আমরা দেখছি, যাতে করে কোনও অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়।