৩২ দল নিয়ে আয়োজিত ফিফা ক্লাব বিশ্বকাপের পর্দা উঠেছে। উদ্বোধনী ম্যাচে সৌদি আরবীয় ক্লাব আল আহলির বিপক্ষে মাঠে নামে লিওনেল মেসির ক্লাব ইন্টার মিয়ামি। পুরো ম্যাচে দাপুটে খেলা উপহার দিলেও জয় নিশ্চিত করতে পারেননি মেসি-সুয়ারেজরা। ম্যাচটি ড্র হয়েছে গোলশূন্য ব্যবধানেই।
যুক্তরাষ্ট্রের হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের ৫৫ শতাংশ সময় নিজেদের অধীনে বল ধরে রাখে লিওনেল মেসি ইন্টার মিয়ামি। অন্যদিকে ৪৫ শতাংশ সময় বল ধরে রাখতে সক্ষম হয় আল আহলির ফুটবলাররা।
বল দখলে এগিয়ে থাকলেও আক্রমণে খানিয়ে এন সৌদি ক্লাবটির চেয়ে পিছিয়ে ছিল ইন্টার মিয়ামি। পুরো ম্যাচে মোট ১৩টি শট নেয় আল আহলি। কোনো অন্যদিকে প্রতিপক্ষের গোলবার লক্ষ্য করে ১১টি শট নেয় মিয়ামি। কিন্তু গোল পায়নি কোনো দলই।
এবারের ক্লাব বিশ্বকাপে অংশ নিচ্ছে ৩২টি দল। প্রতি গ্রুপে চারটি করে দল নিয়ে মোট ৮ গ্রুপে খেলা হচ্ছে। মেসির মিয়ামি আছে ‘এ’ গ্রুপে। এই গ্রুপে মিয়ামি ও আল আহলির সঙ্গে আছে পর্তুগালের ক্লাব এফসি পোর্তো ও ব্রাজিলের ক্লাব পাইমেইরাস।