ঢাকার মহাখালীর ক্যান্সার হাসপাতাল এলাকায় এক পথশিশু (৯) ধর্ষণের শিকার হয়েছে বলে খবর পাওয়া গেছে। সোমবার রাতে এ ঘটনা ঘটেছে।
আজ মঙ্গলবার ভোরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শিশুটি এখন হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন।
বনানী থানার এসআই রফিকুল ইসলাম বলেন, সোমবার রাত সাড়ে ৮টার দিকে ক্যান্সার হাসপাতালের পেছনের এলাকায় ধর্ষণের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই শিশুকে গুরুতর অসুস্থ অবস্থায় দেখতে পায় পুলিশ। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, শিশুটি ফুটপাতে থাকতো। রাতে কেউ তার ওপর নির্যাতন চালায়। এতে শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পড়ে।
এসআই রফিকুল জানান, এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। সেইসঙ্গে ধর্ষণে জড়িত ব্যক্তিকে শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য কাজ করছে পুলিশ।
পটুয়াখালীতে ডাকাতি ও গৃহবধূকে ধর্ষণ
পটুয়াখালীর কলাপাড়ায় ঘটে গেছে এক বিভীষিকাময় ডাকাতি ও নারী নির্যাতনের ঘটনা। গত রবিবার গভীর রাতে পৌরসভার সংলগ্ন টিয়াখালী ইউনিয়নের বাদুরতলী গ্রামে সংঘবদ্ধ ডাকাতদল হামলা চালায় একটি একতলা বাড়িতে। ঘটনার ভয়াবহতা এলাকাজুড়ে সৃষ্টি করেছে চরম আতঙ্ক ও ক্ষোভ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে বাড়ির বারান্দার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে ডাকাত দল। পরে বাড়ির সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা ও মুখ বেঁধে ফেলে তারা। বাড়ির চাবি ছিনিয়ে নিয়ে আলমারি থেকে প্রায় ১৩ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৫০ হাজার টাকা লুট করে নিয়ে যায় ডাকাতরা। ডাকাতির এক পর্যায়ে গৃহবধূকে পরিবারের অন্যান্য সদস্যদের থেকে আলাদা করে একটি কক্ষে নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষণ করা হয় বলে অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী নারীকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হলে তার ডাক্তারি পরীক্ষা ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে কলাপাড়া থানায়।
পুলিশ এই ঘটনায় সন্দেহভাজন হিসেবে শাকিল ও রাসেল নামে স্থানীয় দুই যুবককে গ্রেপ্তার করেছে। পুলিশ বলছে, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ করে ডাকাত দলের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
পটুয়াখালী জেলার পুলিশ সুপার আনোয়ার হোসেন বলেন, এ ধরনের ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে সব অপরাধীকে আইনের আওতায় আনা হবে।