চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার এক প্রবাসী যুবকের বিরুদ্ধে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগ উঠেছে। এমন অভিযোগের প্রেক্ষিতে ওই প্রবাসীর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল হয়েছে। এমনকি তার বসতঘর ভেঙে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে এ ঘটনা ঘটে। খবর পেয়ে মতলব দক্ষিণ উপজেলা প্রশাসন ও থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আনে। এছাড়া মতলব দক্ষিণ উপজেলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ওই প্রবাসীর আগুনে পুড়ে যাওয়া পরিত্যক্ত ঘরটি রক্ষার চেষ্টা করে।
মামলার এজাহার ও থানা–পুলিশ সূত্রে বলা হয়, গত সোমবার রাতে বেলজিয়ামপ্রবাসী মেহেদী হাসান তার ফেসবুক আইডি থেকে ইসলাম ধর্ম ও মহানবি হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে অবমাননাকর পোস্ট দেন। এরপর মঙ্গলবার সন্ধ্যায় উত্তেজিত কিছু লোক তার বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর চালিয়ে বাড়ির সবকিছু পুড়িয়ে দেয়।
মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহাম্মদ বলেন, মানববন্ধন কর্মসূচির বিষয়টি আমরা অবগত ছিলাম। বিক্ষুব্ধরা প্রবাসীর বসতঘর ভাঙচুরের বিষয়টি জেনে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আমজাদ হোসেন বলেন, এ ঘটনা জানার পর পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। সবাইকে আহ্বান করেছি, কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেয়। মামলাটির তদন্ত চলছে। অভিযুক্ত ব্যক্তিকে ইন্টারপোলের মাধ্যমে দেশে এনে আইনের আওতায় আনার চেষ্টা করা হবে।