ধেয়ে আসছে সুপার টাইফুন ফাং-ওয়ং

ধেয়ে আসছে সুপার টাইফুন ফাং-ওয়ং। এটি ফিলিপাইনে আঘাত হানতে পারে। বর্তমানে ১৮৫ কিলোমিটার গতিবেগে ধেয়ে আসছে টাইফুনটি। এর প্রভাবে এরই মধ্যে এক লাখের বেশি বাসিন্দাকে সরিয়ে নিয়েছে দেশটি। এ ছাড়া শত শত ফ্লাইট বাতিল করা হয়েছে।

রোববার (৯ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ফিলিপাইনের সরকার জানিয়েছে, পার টাইফুন ফাং-ওয়ংয়ের প্রভাবে পূর্ব ও উত্তরাঞ্চল থেকে এক লাখেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। রোববার এটি সুপার টাইফুনে রূপ নিয়েছে। এর ফলে প্রবল বর্ষণ, বিধ্বংসী বাতাস এবং জলোচ্ছ্বাসের পূর্বাভাস করা হয়েছে।

দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে, ৫ নম্বর সতর্কতা সংকেত জারি তথা যা সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। এর মধ্যে রয়েছে দক্ষিণ-পূর্ব লুজনের বিভিন্ন এলাকা—বিশেষ করে কাটানডুয়ানেস, কামারিনেস নরতে এবং কামারিনেস সুর প্রদেশে। এ ছাড়া রাজধানী মেট্রো ম্যানিলা ও আশপাশের এলাকাগুলোকে সিগন্যাল নম্বর ৩ এর আওতায় আনা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে ঝড়ে বাতাসের গতি ১৮৫ কিলোমিটার, যা বেড়ে ২৩০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। স্থানীয়ভাবে ‘উওয়ান’ নামে পরিচিত এ ঝড়টি রোববার রাতের মধ্যেই লুজনের অরোরা প্রদেশে আঘাত হানতে পারে বলে পূর্বাভাস দিয়েছে কর্তৃপক্ষ।

টাইফুনের প্রভাবে দেশটির পূর্বাঞ্চলীয় ইস্টার্ন ভিসায়াস অঞ্চলের কিছু স্থানে এরই মধ্যে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। ফিলিপাইন কোস্টগার্ড কর্তৃক প্রকাশিত ছবিতে দেখা গেছে, কামারিনেস সুর অঞ্চলে মানুষজন ছোট নৌকা থেকে মালপত্রসহ ট্রাকে উঠছে, ঝড়ের আগেই নিরাপদ আশ্রয়ের জন্য রওয়ানা হয়েছেন বাসিন্দারা।

ফিলিপাইনের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, টাইফুনের প্রভাবে তিন শতাধিক অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম এবিএস-সিবিএন নিউজ প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, কাটানডুয়ানেস প্রদেশে প্রবল বাতাসে গাছের ডালপালা দুলছে, আকাশে ঘন মেঘ আর ঝোড়ো বৃষ্টির শব্দ চারদিকে প্রতিধ্বনিত হচ্ছে।

আবহাওয়া বিভাগের সতর্কবার্তায় বলা হয়েছে, ফাং-ওয়ং পরবর্তী ২৪ ঘণ্টা ‘অত্যন্ত বিপজ্জনক’ ঘূর্ণিঝড় অবস্থায় থাকবে। এটি দেশের মধ্যাঞ্চল অতিক্রমের পর উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে।

Tags :

News Desk

Most Discussed

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More on this topic

    People’s Agenda

Copyrights are reserved by NE News © 2025