পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী সিনেটর মোহাম্মদ ইসহাক দার শনিবার ঢাকায় পৌঁছেছেন। পাকিস্তানের হাইকমিশন জানিয়েছে, বাংলাদেশ সরকারের আমন্ত্রণে তিনি ২৩ থেকে ২৪ আগস্ট পর্যন্ত এক ঐতিহাসিক সরকারি সফরে এসেছেন।
শনিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম, বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার, পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইকবাল খান এবং পাকিস্তান হাইকমিশনের কর্মকর্তারা।
এই সফরে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের নেতৃত্বের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন। এর মধ্যে রয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং বাণিজ্যবিষয়ক উপদেষ্টা শেখ বশির উদ্দিন। বৈঠকে দ্বিপক্ষীয় সহযোগিতার সব দিক ছাড়াও আঞ্চলিক ও আন্তর্জাতিক পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হবে।
২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সম্পর্কে নতুন মোড় দেখা যায়। এরই মধ্যে দুই দেশের মধ্যে প্রথমবারের মতো সরাসরি পণ্যবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। দুই দেশের সরকারপ্রধান একাধিক বৈঠক করেছেন, ব্যবসা-বাণিজ্য ও রাজনৈতিক যোগাযোগ বাড়ানোর বিষয়েও কথা হয়েছে তাদের মধ্যে।
চলতি বছরের জুলাইয়ের শেষে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মহসিন রাজা নাকভির ঢাকা সফরে দেশের কূটনীতিক এবং সরকারি কর্মকর্তাদের ভিসা ছাড়াই প্রবেশাধিকার দেওয়ার বিষয়ে একমত হয় দুই পক্ষ। এরই মধ্যে অন্তর্বর্তী সরকার সেই প্রস্তাবে নীতিগতভাবে সায় দিয়েছে।
নাকভির সফরে অভ্যন্তরীণ নিরাপত্তা, মাদক নিয়ন্ত্রণ, মানবপাচার রোধের মতো বিষয়েও একসঙ্গে কাজ করার বিষয়ে একমত হয় দুই পক্ষ।
পুলিশি প্রশিক্ষণের বিষয়েও দুই দেশ একে অপরের সঙ্গে সহযোগিতা করবে বলে বৈঠকে স্থির হয়। বাংলাদেশের একটি প্রতিনিধিদল ইসলামাবাদের ন্যাশনাল পুলিশ একাডেমিতে যাওয়ার কথাও আছে। দুই দেশের নাগরিকদের ভ্রমণেও বিধিনিষেধ প্রত্যাহার করা হচ্ছে।
গত ফেব্রুয়ারিতে পাকিস্তানি নাগরিকদের বাংলাদেশের ভিসার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ক্লিয়ারেন্সের প্রয়োজনীয়তাও প্রত্যাহার করে দেওয়া হয়েছে। অন্যদিকে পাকিস্তান সরকার বাংলাদেশি নাগরিকদের তাদের দেশ ভ্রমণে ভিসা ফি মওকুফের কথাও বলেছে।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ সফরে দুই দেশের মধ্যে বাণিজ্য, সংস্কৃতি, গণমাধ্যম, প্রশিক্ষণ ও ভ্রমণ বিষয়ে মোট পাঁচটি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে।
এ চুক্তির মধ্যে থাকছে কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীদের ভিসামুক্ত প্রবেশাধিকার, বাণিজ্য ও বাণিজ্যিক সহযোগিতায় যৌথ কার্যকরী গ্রুপ গঠন, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) ও অ্যাসোসিয়েটেড প্রেস অব পাকিস্তানের মধ্যে সহযোগিতা, এবং দুই দেশের ফরেন সার্ভিস একাডেমির মধ্যে প্রশিক্ষণ বিনিময়।
ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশনের তথ্য মতে, বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের সার্বিক দিক ছাড়াও আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে আলোচনা হবে।