বেলজিয়ামের ভিসা আবেদন আর গ্রহণ করবে না ঢাকায় অবস্থিত সুইডেন দূতাবাস। আপাতত ভারতের দিল্লির ভিএফএসের মাধ্যমে বাংলাদেশিদের ভিসা ইস্যু করবে দেশটি।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দিল্লিতে অবস্থিত বেলজিয়াম দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৬ সেপ্টেম্বর থেকে সুইডেন দূতাবাস বেলজিয়ামের ভিসা আবেদন আর গ্রহণ করবে না।
বাংলাদেশের নাগরিকদের বেলজিয়ামের সংক্ষিপ্ত ও দীর্ঘমেয়াদি ভিসা আবেদন ভিএফএস গ্লোবালের https://visa.vfsglobal.com/ind/en/bel/apply-visa মাধ্যমে করতে হবে।
আবেদন করার পর একটি অ্যাপয়েন্টমেন্ট স্লট বুক করতে হবে এবং সশরীরে ভিসা আবেদনের ফাইল নয়াদিল্লিতে ভিএফএস অফিসে জমা দিতে হবে।