শাহজালাল বিমানবন্দরে আগুন, বন্ধ ফ্লাইট চলাচল

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের ঘটনায় সাময়িকভাবে ফ্লাইট চলাচল বন্ধ রাখা হয়েছে। বেবিচকের সহকারী পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ কাউছার মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।

আগুন নিয়ন্ত্রণে ২৫টি ইউনিট কাজ করছে। আরও ১১টি ইউনিট এতে যোগ দেওয়ার জন্য পথে রয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম।

মোহাম্মদ কাউছার মাহমুদ জানান, শনিবার বেলা ২টা ১৫ মিনিটে বিমানবন্দরের কার্গো এলাকায় হঠাৎ আগুন লাগে। ঘটনার পরপরই বিমানবন্দর ফায়ার সেকশন, বিমানবাহিনীর ফায়ার ইউনিট এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করে। আগুন নিয়ন্ত্রণে আসেনি। কাজ চলছে।

ঘটনাস্থল থেকে এক প্রত্যক্ষদর্শী জানান, প্রথমে কুরিয়ার গোডাউনে আগুন লাগে। এরপর আগুন ছড়িয়ে পড়ে। এখন আগুন দাউ দাউ করে চলছে। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণ চেষ্টা চালাচ্ছে।

টুটুল নামের এক বিমানযাত্রী বলেন, তখন সময় দুপুর প্রায় ২টা ১০ মিনিট। রানওয়ের পাশে আমাদের ফ্লাইট লাইনের মধ‍্যে দাঁড়িয়ে ছিল। সিরিয়ালে যে ফ্লাইট আগে ছিল তারা ডিপারচার করছিল, সাথে কিছু ফ্লাইট ল্যান্ডিংও করছিল। এরই মধ‍্যে ফ্লাইট ক‍্যাপটেন জানালেন, যদিও আমরা উড্ডয়নের জন্য এখন রেডি, এখন আমাদের সিরিয়াল। কিন্তু রানওয়ের পাশে কোথাও আগুন লেগেছে বিধায় ক্লিয়ারেন্স পাচ্ছেন না। ঘাড় ঘুরিয়ে দেখলাম কার্গো সাইড থেকে অল্প অল্প ধোঁয়া বের হচ্ছে। তখন আগুনের তীব্রতা এত ভয়ানক ছিল না। এর মধ্যে আমাদের ক্লিয়ারেন্স এলো, আমরা ফ্লাই করলাম সিলেটের উদ্দেশ্যে। আলহামদুলিল্লাহ! ভালোমতো সিলেটে পৌঁছালাম।

তিনি বলেন, বিমানবন্দরের অভ্যন্তরের অগ্নিনির্বাপক ব্যবস্থা কতটা জঘন্য হলে আগুন এত ভয়াবহ রূপ নিতে পারে, তা সহজেই অনুমেয়। এখন ফায়ার সার্ভিসের ৩১টি ইউনিট মিলে কাজ করেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারছে না। শুনলাম এদের সাথে ফায়ার ফাইটিং রোবটও আগুন নেভানোর চেষ্টা করে যাচ্ছে। অল্পতে আগুন নেভানোয় ব্যর্থতার কারণে আজ কত মানুষকে ভুক্তভোগী হতে হচ্ছে।

আমদানিকারক প্রতিষ্ঠান এএফএম ট্রেড ইন্টারন্যাশনালের কর্মকর্তা মাহবুবুল আলম নিয়ন জানান, আজ দুপুর ১২টার দিকে আমরা আমদানি করা মালামাল কার্গো ভিলেজে রাখি। মালামালগুলো পুড়ে ছাই হয়ে গেছে।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, শনিবার দুপুর ২টা ৩০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ২টা ৩৪ মিনিটের দিকে শাহজালাল বিমানবন্দরের দিকে রওনা হয় চারটি ইউনিট। তারা ঘটনাস্থলে পৌঁছেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাফি আল ফারুক।

আগুন লাগার কারণ তাৎক্ষণিক জানা যায়নি। এখনও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।

Tags :

News Desk

Most Discussed

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More on this topic

    People’s Agenda

Copyrights are reserved by NE News © 2025