বাংলাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। নতুন করে তিনজনসহ চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যাটি দাঁড়িয়েছে ৫১ জনে।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও নিয়ন্ত্রণ কক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে দুই জন ঢাকা উত্তর সিটি করপোরেশন এবং একজন খুলনা বিভাগের বাসিন্দা।
২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪২৫ জন। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তির সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ১৮৮ জনে।
সংখ্যাটি গত বছরের একই সময়ের চেয়ে তিন গুণ বেশি। গত বছরের এই সময়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ছিল ৪ হাজার ৪১ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, নতুন রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ১২০ জন ভর্তি হয়েছেন বরিশাল বিভাগে। বাকিদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার বাসিন্দা ৯৩ জন। ঢাকা বিভাগের বাকি এলাকার রোগী সংখ্যা ৩৬ জন। চট্টগ্রাম বিভাগে ৯৮ জন, খুলনা বিভাগে ১৮ জন, ময়মনসিংহ বিভাগে ১১ জন, রাজশাহী বিভাগে ৪৮ জন এবং সিলেট বিভাগে একজন ডেঙ্গু নিয়ে হাসপাতালে গেছেন।
সধারণত বর্ষা মৌসুম এলেই দেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ে। ২০২৩ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন, যা এ যাবৎকালের সর্বোচ্চ। সে বছর মারা যান রেকর্ড ১ হাজার ৭০৫ জন।
২০১৯ সালেও দেশে ডেঙ্গুর ভয়াবহ প্রকোপ দেখা দিয়েছিল। সে বছর এক লাখের বেশি মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন, মৃত্যু হয়েছিল অন্তত ৩০০ জনের।