ভারতের রাজধানী দিল্লিতে শনিবার (১২ জুলাই) একটি চারতলা ভবন ধসে পড়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপে আটকা পড়ে আছেন বলে আশঙ্কা করছেন উদ্ধারকর্মীরা।
ভারতীয় বার্তাসংস্থা পিটিআইকে পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, ভবন ধসের বিষয়ে সকাল সাতটার দিকে আমাদের কাছে একটা কল আসে। এখন উদ্ধারকাজে কয়েকজন দমকল কর্মীসহ একাধিক দল কাজ করছে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত, ১৪ মাস বয়সী এক শিশু, চার জন পুরুষ ও তিন জন নারী সহ মোট আটজনকে ধসে পড়া ভবন থেকে উদ্ধার করা হয়েছে।
বার্তাসংস্থা এএনআই এর এক ভিডিও প্রতিবেদনে দেখা যায়, স্থানীয়রা উদ্ধারকাজে সহায়তা করছেন।
পিটিআই প্রতিনিধিকে স্থানীয় বাসিন্দা আসমা বলেছেন, সকাল সাতটার দিকে জোরালো একটা শব্দ শুনে আমি ছুটে আসি। দেখি যে, প্রতিবেশীদের বাড়ি ধসে পড়েছে।
এর আগে, এপ্রিলে দিল্লিতে আরেকটি চারতলা ভবন ধসে পড়ে। সে ঘটনায় অন্তত চারজন নিহত হয়েছিলেন।