মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউসের কাছাঁকাছি এলাকায় টহলরত দুই ন্যাশনাল গার্ড (National Guard) সদস্যের ওপর উদ্দেশ্যমূলক হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বন্দুকধারীর গুলিতে ওই দুই গার্ড সদস্য গুরুতর আহত হয়েছেন।
ওয়াশিংটন ডিসির ডাউনটাউন এলাকায় হোয়াইট হাউস থেকে মাত্র কয়েক ব্লক দূরে এই হামলার ঘটনাটি ঘটে। ওয়েস্ট ভার্জিনিয়া ন্যাশনাল গার্ডের দুই সদস্য গুলিবিদ্ধ হন। তাঁরা বর্তমানে হাসপাতালে সঙ্কটজনক অবস্থায় চিকিৎসাধীন।
হামলাকারী নিজেও গুলিবিদ্ধ হয় এবং তাকে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে। তদন্তকারীরা তাকে রহমানউল্লাহ লাকানওয়াল নামে ২৯ বছর বয়সী এক আফগান নাগরিক হিসেবে চিহ্নিত করেছেন, যিনি ২০২১ সালে ‘অপারেশন অ্যালাইস ওয়েলকাম’ কর্মসূচির মাধ্যমে যুক্তরাষ্ট্রে এসেছিলেন এবং সম্প্রতি তার আশ্রয় (Asylum) আবেদন মঞ্জুর হয়েছিল।
এই হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এটিকে “সন্ত্রাসবাদী কাজ” (Act of Terror) বলে অভিহিত করেছেন। হামলার পর এক ভিডিও বার্তায় ট্রাম্প প্রশাসন অবিলম্বে অভিবাসীদের বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন:
ট্রাম্প তার পূর্বসূরি জো বাইডেনের সময়ে যুক্তরাষ্ট্রে আসা সকল আফগান অভিবাসীর বিষয়ে নতুন করে যাচাই করার নির্দেশ দিয়েছেন। তাৎক্ষণিকভাবে মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা (USCIS) আফগান নাগরিকদের সম্পর্কিত সমস্ত অভিবাসন অনুরোধের প্রক্রিয়া অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে।
এফবিআই (FBI) এই ঘটনাটিকে সম্ভাব্য সন্ত্রাসী হামলা হিসেবে তদন্ত করছে এবং হামলাকারীর উদ্দেশ্য খতিয়ে দেখছে।




