সিলেটে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সুমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত মধ্যরাতে জালালাবাদ থানাধীন আখালিয়া কালিবাড়ি এলাকার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া শনিবার সকালে আটক করা হয়েছে বাসদের ২২ নেতাকর্মীকে।
জানা গেছে, সিলেট মহানগরীতে ব্যাটারিচালিত অটোরকিশা বন্ধে প্রশাসনের তৎপরতাকে চ্যালেঞ্জ করে শ্রমিকদের নিয়ে কঠোর আন্দোলন শুরু করেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সুমনসহ দলের কর্মীরা। ইতোমধ্যে তারা রিকশা চলাচলের দাবি জানিয়ে সড়ক অবরোধসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন তারা। এসব ঘটনায় সিলেট মহানগরীর কোতোয়ালি থানায় একাধিক মামলা দায়ের করে পুলিশ। এ সকল মামলার অন্যতম আসামি করা হয় আনোয়ার হোসেন সুমনকে।
শনিবার কোতোয়ালি থানার পুলিশ একাধিক মামলায় গ্রেপ্তার দেখিয়ে সুমনকে আদালতে পাঠাবে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম।
তিনি জানান, আমরা সব ধরনের প্রস্তুতি নিয়ে তাকে আদালতে পাঠাবো। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। পুলিশ তাকে আদালতে তুলে রিমান্ডের আবেদন করবে।
তিনি আরও জানান, ব্যাটারিচালিত রিকশা বন্ধ করার জন্য পুলিশসহ প্রশাসন জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে। ইতোমধ্যে অভিযানও চলছে। সেই সাথে প্রতিদিনই আটক করা হচ্ছে অটোরকিশা। ব্যাটারিচালিত রিকশা বন্ধে প্রশাসনের আল্টিমেটামের পর গ্রেপ্তারকৃত সুমন শ্রমিকদেরকে নিয়ে নগরীতে বিশৃঙ্খলার পাশাপাশি নানাভাবে ষড়যন্ত্র শুরু করেন। এমনকি প্রতিটি আন্দোলন-সংগ্রামে তার মুখ্য ভূমিকা ছিল।
কার্যালয় থেকে আটক বাসদের ২২ নেতাকর্মী
বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) এর সিলেট কার্যালয় থেকে ২২ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার সকালে নগরীর আম্বরখানা এলাকায় বাসদের কার্যালয় থেকে কোতোয়ালি থানার পুলিশ তাদেরকে আটক করে। তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি।
সিলেট মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নিষেধাজ্ঞা অমান্য করে ব্যাটারিচালিত রিকশা শ্রমিকরা আজ নগরীতে মিছিল করতে চেয়েছিল। মিছিলের প্রস্তুতিকালে সন্দেহভাজন ২২ জনকে আটক করা হয়। যাচাই-বাছাই শেষে তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।
তবে বাসদ নেতাদের দাবি, পাঠচক্র চলাকালে কার্যালয় ঘেরাও করে তাদের ২২ নেতাকর্মীকে পুলিশ আটক করে নিয়ে যায়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, নিষেধাজ্ঞা সত্ত্বেও আজ ব্যাটারিরিকশা শ্রমিকরা নগরে কর্মসূচী করতে চেয়েছিলো। এ ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকা সন্দেহে কয়েকজনকে আটক করা হয়। যাচাই-বাছাই শেষে অভিযোগের সত্যতা পেলে তাদের গ্রেপ্তার দেখানো হয়।
তবে বাসদের সিলেট জেলা সভাপতি আবু জাফর জানিয়েছেন, কার্যালয়ে আমাদের নিয়মিত পাঠচক্র চলছিল। সেখানে আচমকা অভিযান চালিয়ে পুরো অফিস ঘেরাও করের ২২ নেতাকর্মীকে ধরে নিয়ে আসে যায় পুলিশ।




