জন্মদিনের রাতটা রঙিন করে রাখলেন কিলিয়ান এমবাপ্পে। বিশেষ এই দিনে মাঠে নামলেন, গোল করলেন, দলকে জেতালেন এবং স্পর্শ করলেন ক্রিশ্চিয়ানো রোনালদোর রেকর্ড। সেভিয়ার বিপক্ষে ২-০ গোলের জয়ে গ্যালারি মাতালেন ফরাসি তারকা। এই জয়ে লিগ টেবিলে শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে ব্যবধানও কমাল রিয়াল মাদ্রিদ।
সান্তিয়াগো বার্নাব্যুতে এদিন পেনাল্টি থেকে লিগে নিজের ১৮তম গোলটি করেন এমবাপ্পে। আর এই গোলেই এক পঞ্জিকাবর্ষে রিয়াল মাদ্রিদের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ডে রোনালদোর সঙ্গে ভাগ বসালেন তিনি। ২০১৩ সালে রিয়ালের জার্সিতে এক বছরে ৫৯ গোল করেছিলেন পর্তুগিজ মহাতারকা। সেভিয়ার জালে বল জড়িয়ে সেই অবিশ্বাস্য উচ্চতায় পৌঁছালেন এমবাপ্পেও।
রেকর্ড ছোঁয়ার মুহূর্তটি এমবাপ্পে উৎসর্গ করেছেন তার আইডল রোনালদোকেই। গোল করেই রোনালদোর আইকনিক ‘সিউ’ উদযাপনে মেতে ওঠেন ২৭ বছর বয়সী ফরোয়ার্ড। ম্যাচ শেষে আবেগমথিত কণ্ঠে বলেন, ‘আজ আমার জন্মদিন। ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল জন্মদিনে রিয়ালের হয়ে পেশাদার ম্যাচ খেলব। আজ সেটা পূরণ হলো। আমরা জিতেছি, আমি গোল পেয়েছি এবং অবিশ্বাস্য এক রেকর্ড ছুঁয়েছি।’
আইডল রোনালদোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এমবাপ্পে আরও বলেন, ‘তিনি আমার শৈশবের নায়ক, রিয়াল ইতিহাসের সেরা খেলোয়াড়। এখন তিনি আমার ভালো বন্ধুও। রিয়ালে মানিয়ে নেওয়ার ব্যাপারে তিনি আমাকে সবসময় পরামর্শ দিয়েছেন। আজকের উদযাপনটা তাই তার জন্যই ছিল।’
২০২৪ সালের গ্রীষ্মে মাদ্রিদে পাড়ি জমানো এমবাপ্পে চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৯ গোল করেছেন। ইউরোপের শীর্ষ পাঁচ লিগে বায়ার্ন মিউনিখের হ্যারি কেনের সঙ্গে যৌথভাবে তিনি এখন সর্বোচ্চ গোলদাতা। রিয়াল মাদ্রিদ কোচ জাবি আলোনসো শিষ্যকে অভিনন্দন জানিয়ে বলেছেন, ‘আমি তাকে শুভেচ্ছা জানিয়েছি এবং ২০২৬ সালটা যেন আরও ভালোভাবে শুরু করতে পারে, সেই উৎসাহ দিয়েছি।’



