ছোট পর্দায় ‘উৎসব’

ঈদুল আজহায় মুক্তি পেয়েছিল তানিম নূর পরিচালিত সিনেমা ‘উৎসব’। পারিবারিক সম্পর্ক, আত্ম-অন্বেষণ এবং সময়ের আবেগময় প্রেক্ষাপট তুলে ধরা এ সিনেমাটি দেশের মাল্টিপ্লেক্সগুলোতে টানা সাত সপ্তাহ প্রদর্শিত হয়ে বেশ প্রশংসা কুড়ায়। এবার প্রেক্ষাগৃহ পেরিয়ে সিনেমাটি আসছে ওটিটি প্ল্যাটফর্মে।

ওটিটি প্ল্যাটফর্ম চরকি জানিয়েছে, ৬ আগস্ট রাত ১২টা ১ মিনিটে (অর্থাৎ ৭ আগস্ট) থেকে সিনেমাটি দেখা যাবে তাদের অ্যাপে। ফলে দেশের যেসব অঞ্চলে প্রেক্ষাগৃহ নেই, সেসব দর্শক এবং প্রবাসে থাকা বাংলা ভাষাভাষীরাও এবার ঘরে বসে ‘উৎসব’ উপভোগ করতে পারবেন।

পরিচালক তানিম নূর বলেন, ওটিটি এখন সিনেমার নতুন ডিস্ট্রিবিউশন মাধ্যম। প্রেক্ষাগৃহে যারা ‘উৎসব’ দেখতে পারেননি, তাদের জন্য এটা বড় সুযোগ। আমি আশা করি, পরিবার নিয়ে সবাই সিনেমাটি উপভোগ করবেন।

‘পরিবার ছাড়া দেখা নিষেধ’—এ ব্যতিক্রমী স্লোগান নিয়ে নির্মিত ‘উৎসব’-এ অভিনয় করেছেন জাহিদ হাসান, জয়া আহসান, অপি করিম, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, তারিক আনাম খান, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, সুনেরাহ বিনতে কামাল, সৌম্য জ্যোতি ও সাদিয়া আয়মান। সিনেমাটির গল্প রচনা করেছেন তানিম নূর, আয়মান আসিব স্বাধীন, সুস্ময় সরকার ও সামিউল ভূঁইয়া। চিত্রনাট্য ও সংলাপ করেছেন আয়মান ও সামিউল। চিত্রগ্রহণ করেছেন রাশেদ জামান।

Tags :

Entertainment Desk

Most Discussed

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More on this topic

    People’s Agenda

Copyrights are reserved by NE News © 2025