চলে গেলেন অস্কারজয়ী গীতিকার

হলিউডের অস্কারজয়ী গীতিকার অ্যালান বার্গম্যান মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৯ বছর। গত ১৭ জুলাই রাতে লস অ্যাঞ্জেলেসের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। শুক্রবার (১৮ জুলাই) তার পরিবারের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।

ফিল্মফেয়ার সূত্রে জানা যায়, কয়েক মাস ধরে শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন বার্গম্যান। কিন্তু অসুস্থতার মাঝেও সৃষ্টিশীলতায় তিনি ছিলেন অবিচল। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি গান লেখা চালিয়ে গেছেন বলেও জানায় তার পরিবার। অ্যালান বার্গম্যান ও তার স্ত্রী ম্যারিলিন বার্গম্যান একসঙ্গে গড়ে তুলেছিলেন এক অনবদ্য সংগীত-অধ্যায়। ১৯৫৮ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া এই যুগল দীর্ঘ ছয় দশকেরও বেশি সময় জুড়ে গীতিকবিতার জগতে এক অনন্য স্থান তৈরি করেছিলেন।

তাদের যুগলবন্দিতে রচিত হয়েছে দ্য ওয়ে উই ওয়্যার, ইউ ডোন্ট ব্রিং মি ফ্লাওয়ার্স-এর মতো অসংখ্য কালজয়ী গান। তারা কাজ করেছেন মারভিন হ্যামলিশ, কুইন্সি জোন্স, মিশেল লেগ্রাঁ এবং সাই কোলম্যানের মতো সংগীত পরিচালকদের সঙ্গে। তাদের লেখা গান গেয়েছেন ফ্র্যাঙ্ক সিনাত্রা, টনি বেনেট, মাইকেল জ্যাকসন, ও দীর্ঘদিনের বন্ধু বারব্রা স্ট্রাইস্যান্ডের মতো কিংবদন্তিরা।

তাদের রচিত গানের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য ‘দ্য ওয়ে উই ওয়্যার’ গানটি, যা ১৯৭৩ সালের একই নামের চলচ্চিত্রের জন্য গেয়েছিলেন বারব্রা স্ট্রাইস্যান্ড। গানটি ১৯৭৪ সালে সেরা গান হিসেবে অস্কার জেতে, যা ছিল বার্গম্যান দম্পতির তিনটি অ্যাকাডেমি অ্যাওয়ার্ড জয়ের একটি। মোট ১৬ বার অস্কারের মনোনয়ন পেয়েছেন তারা।

তাদের ঝুলিতে রয়েছে দুটি গ্র্যামি, চারটি এমি অ্যাওয়ার্ড এবং অসংখ্য সম্মাননা। ২০১১ সালে বারব্রা স্ট্রাইস্যান্ড ‘হোয়াট ম্যাটার্স মোস্ট’ নামক একটি অ্যালবাম প্রকাশ করেন, যা ছিল বার্গম্যানদের প্রতি শ্রদ্ধাঞ্জলি।

অ্যালান বার্গম্যানের প্রয়াণে সংগীতজগতে নেমে এসেছে শোকের ছায়া। তবে তার লেখা গানগুলো হয়ে থাকবে তার অমরতা, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষের হৃদয়ে বেঁচে থাকবে।

Tags :

Entertainment Desk

Most Discussed

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More on this topic

    People’s Agenda

Copyrights are reserved by NE News © 2025