ড. ইউনূসের যুক্তরাষ্ট্র সফর প্রতিহতের ঘোষণা

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে বাংলাদেশ থেকে সরকারপ্রধানদের আগমনকে ঘিরে প্রতি বছরই পক্ষে-বিপক্ষে রাজনৈতিক উত্তাপ ছড়ায়। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সফরকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াতপন্থী নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি কর্মসূচির প্রস্তুতি নেওয়া হচ্ছে।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে আজ যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হচ্ছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস। এবার তার সফরসঙ্গী হিসেবে যাচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মহাসচিব আখতার হোসাইন এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। তারা আগামী ২ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে।

আগস্টে তথ্য উপদেষ্টার সফরকে ঘিরে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কর্মসূচির সময় নিউ ইয়র্ক কনস্যুলেট জেনারেলে হামলার ঘটনায় এবার বাংলাদেশ স্থায়ী মিশন এবং কনস্যুলেট অফিস সতর্ক অবস্থান নিচ্ছে।

পাল্টাপাল্টি অবস্থান

সম্প্রতি এক সভায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান ঘোষণা দিয়েছেন, ড. ইউনূসকে নিউ ইয়র্কে ‘প্রতিহত’ করা হবে। তিনি জানান, ২২ সেপ্টেম্বর জেএফকে বিমানবন্দরে এবং ২৬ সেপ্টেম্বর জাতিসংঘ সদর দফতরের সামনে তাদের বিক্ষোভ কর্মসূচি হবে। কনস্যুলেট হামলার ঘটনায় কোনো নেতাকর্মী গ্রেপ্তার হয়নি বলেও দাবি করেন তিনি।

অন্যদিকে, প্রধান উপদেষ্টা এবং বিএনপি মহাসচিবসহ প্রতিনিধিদলকে স্বাগত জানাতে যুক্তরাষ্ট্র বিএনপি’র নেতাকর্মীরা প্রস্তুতি নিচ্ছেন। বিভিন্ন সভা করে তারা কর্মীদের করণীয় জানাচ্ছেন। যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক সিনিয়র সহ-সভাপতি গিয়াস আহমেদ বলেন, ‘আমরা ২২ তারিখে বিমানবন্দরে এবং ২৬ তারিখে জাতিসংঘের সামনে অবস্থান নেব। আওয়ামী লীগ বিশৃঙ্খলা করলে তারা বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছেন, এবার যুক্তরাষ্ট্র থেকেও বিতাড়িত হবেন।’

জামায়াতের যুক্তরাষ্ট্রে আনুষ্ঠানিক শাখা না থাকলেও ভিন্ন ভিন্ন নামে তাদের নেতাকর্মীরা সক্রিয় আছেন। তারা সাধারণ প্রবাসীদের ব্যানারে নায়েবে আমীর সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের ও প্রধান উপদেষ্টাকে স্বাগত জানানোর প্রস্তুতি নিচ্ছেন।

শিবিরের প্রাক্তন নেতা সৈয়দ শারফিন মোর্শেদ জানান, প্রবাসীরা সফরসঙ্গীদের স্বাগত জানাতে প্রস্তুত। তিনি বলেন, ‘হাসিনার অনুসারীরা যদি বিশৃঙ্খলা করতে চায়, তাহলে সাধারণ প্রবাসীরা শক্ত হাতে জবাব দেবে।’

এদিকে, ২৭ সেপ্টেম্বর নিউ ইয়র্কের একটি হোটেলে ‘এনআরবি কানেক্ট ডে’ ব্যানারে প্রধান উপদেষ্টাসহ সফরসঙ্গীদের সঙ্গে প্রবাসীদের এক মতবিনিময় সভার আয়োজন করা হবে।

সূত্র : মানবজমিন

Tags :

News Desk

Most Discussed

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More on this topic

    People’s Agenda

Copyrights are reserved by NE News © 2025