ঢাকার ধানমন্ডিতে সংগীত বিদ্যাপীঠ ছায়ানট ভবনে বৃহস্পতিবার গভীর রাতে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। তাদের হামলায় সিসি ক্যামেরা, ভবনের দরজা, জানালা ও অন্যান্য সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে।
কম্পিউটার, ল্যাপটপ ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটেছে এ সময়। দুর্বৃত্তরা আগুন দেয় ভবনের বাইরেও। পরে সেনাবাহিনী, পুলিশ, র্যাব, ফায়ার সার্ভিস এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শুক্রবার সকালে দেখা গেছে, ৬ তলা ভবনটির নিচতলায় আগুনের চিহ্ন রয়ে গেছে। তোশক, তবলা, চেয়ার, হারমোনিয়াম সবকিছু ভাঙাচোরা অবস্থায় রয়েছে। দোতলা থেকে ছয়তলার প্রতিটি কক্ষে থাকা সব জিনিসপত্র, বাদ্যযন্ত্র ভাঙচুর করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী একজন কর্মী জানান, হামলা-ভাঙচুরে অফিসের দলিল ও শিক্ষার্থীদের কাগজপত্র ক্ষতিগ্রস্ত হয়। ভাঙচুর করা হয় সভাপতির কক্ষ, বিদ্যায়তন, রমেশ চন্দ্র স্মৃতি মিলনায়তন, মূল মিলনায়তন ও শৌচাগার।
তিনতলার একটি কক্ষে হারমোনিয়াম ও স্তুপাকারে রাখা কিছু বই পোড়ানো ছিল। সনজীদা খাতুন ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পেইন্টিংটি কেটে ফেলা হয়েছে।
দুর্বৃত্তদের এই তাণ্ডবের পর রাত সোয়া ৩টায় ছায়ানট কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য তাদের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে।




