ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিট আবেদনকারী ছাত্রীকে ‘গণধর্ষণের’ হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
সোমবার (১ সেপ্টেম্বর) রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট ডাকসু নির্বাচন স্থগিতের আদেশ দেওয়ার পর আলী হোসেন নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ফেসবুকে ওই ছাত্রীকে ‘গণধর্ষণের’ হুমকি দিয়ে পোস্ট করেন।
শহিদ সার্জেন্ট জহুরুল হক হলের শিক্ষার্থীরা জানান, হুমকিদাতা আলী হোসেন শিবিরকর্মী হিসেবে পরিচিত এবং তার ফেসবুকেও জামায়াতের প্রোগ্রামের ছবি রয়েছে।
তবে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদ দাবি, হুমকিদাতার বিরুদ্ধে প্রশাসনের কাছে শিবিরের পক্ষ থেকে অভিযোগ জানানো হয়েছে। ছেলেটি শিবিরের কেউ নন।
গণধর্ষণের হুমকি দেওয়া শিক্ষার্থী আলী হোসেন তার ফেসবুক পোস্টে লেখেন, ‘হাইকোর্টের বিপক্ষে এখন আন্দোলন না করে আগে একে গণধর্ষণের পদযাত্রা করা উচিত।’
সামাজিক যোগাযোগ মাধ্যমের দ্রুত এ হুমকি ছড়িয়ে পড়লে আলী হোসেন প্রথমে আইডি ডিএকটিভ করে দেন। কিছুক্ষণ পর ক্ষমা চেয়ে পোস্ট করেন। তিনি লিখেন, ‘আমি দুঃখিত ভাই ও বোনেরা। আমি অতি উৎসাহী হয়ে খারাপ কথা উল্লেখ করে পোস্ট করছিলাম। ক্ষমাপ্রার্থী।’
আলী হোসেন বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি সার্জেন্ট জহুরুল হক হলের আবাসিক ছাত্র।
শাস্তি চাইলো শিক্ষক নেটওয়ার্ক
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে শিবির প্যানেলের সাধারণ সম্পাদক প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতা নিয়ে হাইকোর্টে রিট করা ছাত্রীকে ‘গণধর্ষণের’ হুমকি দেওয়া ছাত্রের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে মধুর ক্যান্টিনের সামনে এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানান শিক্ষক নেটওয়ার্কের সদস্যরা। এসময় প্রশাসনের কাছে ১৩ দফা দাবি উত্থাপন করা হয়।
সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গীতি আরা নাসরীন, সহকারী অধ্যাপক মার্জিয়া রহমান, সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক সামিনা লুৎফা, পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক কামরুল হাসান মামুন উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ব্যবসায় শিক্ষা অনুষদের শিক্ষক মোশাহিদা সুলতানা এবং তাহমিনা খানম।
লিখিত বক্তব্যে বলা হয়, ‘হাইকোর্টে একজন প্রার্থীর রিটের বিষয়কে কেন্দ্র করে সেই নারী প্রার্থীকে সমাজবিজ্ঞান বিভাগের একজন শিক্ষার্থী ফেসবুক পোস্টের মাধ্যমে ‘গণধর্ষণের’ হুমকি দিয়েছেন বলে জানা গেছে। হুমকিদাতা আলী হুসেনকে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যেন এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়।’
ছাত্রদলের বিক্ষোভ
ডাকসু নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিট আবেদনকারী ছাত্রীকে ‘গণধর্ষণের’ হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
মঙ্গলবার দুপুরে ছাত্রদলের নেতা-কর্মীরা টিএসসিতে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল করেন। মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক ঘুরে আন্দোলনকারীরা উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান নেন।
ছাত্রদলের বিক্ষোভ মিছিলে নেতা-কর্মীরা ‘এসো ভাই, এসো বোন, গড়ে তুলি অঙ্গীকার’, ‘আলী হোসেনের ছাত্রত্ব, বাতিল করো, করতে হবে’, ‘নিপীড়কের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না’ বলে স্লোগান দেন। বিক্ষোভ মিছিলে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ও হল শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা–কর্মী অংশগ্রহণ করেন।