সিরাজগঞ্জের উল্লাপাড়ায় চার মাস আগে নির্মিত প্রায় সোয়া কোটি টাকার পাকা রাস্তা ধসে পড়েছে। রাস্তাটির কোথাও তৈরি হয়েছে বড় বড় গর্ত, আবার কোথাও ধসে পড়েছে পাশের অংশ। এতে চরম ভোগান্তিতে পড়েছেন পথচারী ও যানবাহন চালকরা।
জানা যায়, পাটবন্দর-সাতবাড়িয়া সড়কটিতে হাজার হাজার মানুষ ও শত শত যানবাহন চলাচল করে। রাস্তাটি পাকা না হওয়া এলাকাবাসীর দুর্ভোগ ছিল দীর্ঘদিনের।
সম্প্রতি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে অর্থায়নে প্রায় ১ কোটি ১৫ লাখ টাকা ব্যয়ে ৯শ মিটার দৈর্ঘ্যের এ সড়কটি নির্মাণ করা হয়। প্রকল্পটি বাস্তবায়ন করে এশা অ্যান্ড মারিয়া এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। সড়কটি নির্মাণে দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবের আশা করছিলেন এলাকাবাসী। কিন্তু রাস্তা নির্মাণের চার মাস যেতেই ধসে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করছেন এলাকাবাসী।
তাদের অভিযোগ, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের ফলে সড়কের কোথাও কোথাও ধসে গেছে আবার কোথাও বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। গর্তে পড়ে প্রায়ই রিকশা, ভ্যান ও মোটরসাইকেলের চাকা এবং সাসপেনশন ভেঙে যাচ্ছে।
ঠিকাদারি প্রতিষ্ঠান এশা অ্যান্ড মারিয়া এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী বিশ্বজিৎ বলেন, নিয়ম মেনেই রাস্তা নির্মাণ করা হয়েছে। সম্প্রতি ভারী বৃষ্টির কারণে কিছু জায়গায় ক্ষতি হয়েছে।
এলজিইডির উল্লাপাড়া উপজেলা প্রকৌশলী মো. শহিদুল্লাহ বলেন, এ বছর প্রবল বৃষ্টির কারণে অনেক স্থানে রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।




