চার দফায় আছড়ে পড়ল সুনামি

শক্তিশালী ভূমিকম্পের পর চার দফায় রাশিয়ায় সুনামি আছড়ে পড়েছে। এর মধ্যে তৃতীয় দফার ঢেউ ছিল ভয়ংকর।

বুধবার (৩০ জুলাই) বাংলাদেশ সময় দুপুর নাগাদ সুনামির চতুর্থ ঢেউ রাশিয়ার সাখালিন অঞ্চলের সেভেরো-কুরিলস্ক শহরে পৌঁছে। তবে এটি কিছুটা দুর্বল ছিল। সেভেরো-কুরিলস্ক অঞ্চলের মেয়র আলেকজান্ডার ওভসিয়ানিকভের বলেন, সবচেয়ে গুরুতর ছিল তৃতীয় ঢেউ, যা অনেক ক্ষতি করেছে। এটি বন্দরের অবকাঠামোর ক্ষতি করেছে; পুরো ছোট নৌবহরটি সমুদ্রে টেনে নিয়ে গেছে। জাহাজের কিছু এখন প্রণালিতে ডুবুডুবু, কিছু জাহাজ তীরে ভেসে গেছে।

তিনি বলেন, সুনামি দুর্বল হয়ে গেছে। তবে সুনামির সতর্কতা এখনো রয়ে গেছে। এ সতর্কতা সেভেরো-কুরিলস্কে বন্দর এলাকার জন্য প্রযোজ্য। শহরটি একটি পাহাড়ের উপর অবস্থিত হওয়ায় অনেকটা নিরাপদ।

মেয়র আরও বলেন, কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কামচাটকার কাছে একটি শক্তিশালী ভূমিকম্পের পরে সেভেরো-কুরিলস্কে সুনামির সতর্কতা ঘোষণা করা হয়েছিল। সুনামি-বিপজ্জনক অঞ্চল থেকে আগেই সবাইকে সরিয়ে নেওয়া হয়েছিল।

ভূমিকম্প ও সুনামির প্রভাবে শহরে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। সবাইকে আপৎকালীন নির্দেশনা মেনে চলতে অনুরোধ করা হচ্ছে।

বুধবার রাশিয়ার সুদূর পূর্ব কামচাটকা উপদ্বীপে ৮.৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। পরে তা সংশোধন করে ৮.৮ মাত্রা রেকর্ড করা হয়। ভূমিকম্পে উপকূলের বেশ কিছু শহরের বাড়িঘর ধসে পড়েছে। তবে তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি। কর্তৃপক্ষ বলছে, তারা সুনামি মোকাবিলায় মনোযোগী। মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত তাদের আশ্রয়কেন্দ্রে অবস্থান করতে বলা হয়েছে।

Tags :

International News Desk

Most Discussed

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More on this topic

    People’s Agenda

Copyrights are reserved by NE News © 2025