চাঁদার দাবিতে ঢাকার যাত্রাবাড়ীতে গেলেই শরীয়তপুর সুপার সার্ভিস পরিবহনের বাসগুলোর ওপর হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটছে। এতে করে চরম ভোগান্তিতে পড়েছেন ঢাকাগামী যাত্রীরা।
অভিযোগ উঠেছে, একটি রাজনৈতিক দলের নেতা চাঁদা দাবি করে না পাওয়ায় তার অনুসারীরা এসব ঘটনা ঘটাচ্ছে।
গত দুইদিনে অন্তত ৭টি বাস ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে করা এ হামলায় আহত হয়েছেন চালক ও বাস শ্রমিক।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বাস মালিক জানান, যাত্রাবাড়িতে চাঁদাবাজদের ভয়ে বাস যেতে পারছে না। তারা প্রভাবশালী বলে ভয়ে কেউ কিছু বলতে পারছে না।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শরীয়তপুর জেলা শাখার আহ্বায়ক ইমরান আল নাজির এক ফেসবুকে স্ট্যাটাসে অভিযোগ করেন, শরীয়তপুর সুপার সার্ভিস পরিবহনের কাছে এককালিন ৫ কোটি, অথবা প্রতিমাসে ১০ লাখ টকা চাঁদা দাবি করা হয়েছে। চাঁদা না পেয়ে দুইদিন ধরে যাত্রাবাড়ীতে কোনো বাস ঢুকতে দেওয়া হচ্ছে না। এতে চরম ভোগান্তিতে শরীয়তপুরের মানুষেরা।
সরকার এবং প্রশাসনের চেয়ে চাঁদাবাজরা বেশি শক্তিশালী কি না প্রশ্ন রাখেন তিনি। তিনি লেখেন “এটি প্রশাসনের চরম ব্যর্থতা।”
পোস্টে তিনি বলেন, “শরীয়তপুরের মানুষ যাত্রাবাড়ীতে জড়ো হলে পরিস্থিতি অন্যরকম হতে পারে।”
এ বিষয়ে শরীয়তপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম বলেন, “বিষয়টি আমাদের নজরে এসেছে। ভুক্তভোগীরা যাতে আইনগত সহায়তা পান এবং শরীয়তপুরের বাস যাতে নির্বিঘ্নে যাত্রাবাড়ীতে প্রবেশ করতে পারে এজন্য ওয়ারী থানায় জানানো হয়েছে।”