চ্যাম্পিয়ন্স লিগের প্রথম পর্বে কে কার মুখোমুখি

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের প্রথম রাউন্ডে আবার ম্যানচেস্টার সিটিকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে রিয়াল মাদ্রিদ। আরেক ইংলিশ জায়ান্ট লিভারপুলের বিপক্ষেও খেলবে রিয়াল। আর বার্সেলোনার সামনে পড়েছে গত আসরের চ্যাম্পিয়ন পিএসজি ও ক্লাব বিশ্বকাপজয়ী চেলসি। ৩৬ দলের এ প্রতিযোগিতা শুরু হবে আগামী ১৬ সেপ্টেম্বর।

প্রথম পর্ব চলবে ২০২৬ সালের ২৮ জানুয়ারি পর্যন্ত। বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ ক্রীড়া সাংবাদিক ও উপস্থাপিকা রেশমিন চৌধুরীর সঞ্চালনায় গতকাল মোনাকোয় অনুষ্ঠিত হয় চ্যাম্পিয়ন্স লিগের এই ড্র।

গত আসর থেকে ইউরোপের সেরা ক্লাবগুলোর প্রতিযোগিতাটি হচ্ছে নতুন ফরম্যাটে, যেখানে গ্রুপ পর্ব নেই। লিগ পর্বে প্রতিটি দল খেলবে আটটি ম্যাচ। এর মধ্যে চারটি হোম ও চারটি অ্যাওয়ে। ঘরের মাঠে রিয়ালের প্রতিপক্ষ ম্যানচেস্টার সিটি, জুভেন্টাস, মার্শেই ও মোনাকো।

তারা অ্যাওয়ে ম্যাচ খেলবে লিভারপুল, বেনফিকা, অলিম্পিয়াকোস ‌ও কাইরাত আলমাহতির মাঠে। বার্সা ঘরের মাঠে খেলবে পিএসজি, ফ্রাঙ্কফুর্ট, অলিম্পিয়াকোস ও কোপেনহেগেনের বিপক্ষে। আর তারা অ্যাওয়ে ম্যাচ খেলবে চেলসি, ক্লাব ব্রুজ, স্লাভিয়া প্রাগ ও নিউক্যাসল ইউনাইটেডের মাঠে।

৩৬ দলের প্রাথমিক রাউন্ড শেষে পয়েন্ট তালিকায় শীর্ষ আটটি দল সরাসরি যাবে দ্বিতীয় রাউন্ডে। আর নবম থেকে চব্বিশ হওয়া ১৬টি দল প্লে-অফ খেলবে। সেখান থেকে আরও আটটি দল যুক্ত হবে দ্বিতীয় রাউন্ডে। ১৬ দল নিয়ে নকআউটভিত্তিক দ্বিতীয় রাউন্ড হবে আগামী বছরের ১০-১১ ও ১৭-১৮ মার্চ।

বড় ক্লাবগুলোর প্রতিপক্ষ কারা

পিএসজির প্রতিপক্ষ: হোম: বায়ার্ন মিউনিখ, আতালান্তা, টটেনহাম, নিউক্যাসল। অ্যাওয়ে: বার্সেলোনা, বায়ার লেভারকুসেন, স্পোর্টিং লিসবন, অ্যাথলেটিক ক্লাব।

রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ: হোম: ম্যানচেস্টার সিটি, মার্শেই, জুভেন্টাস, মোনাকো। অ্যাওয়ে: লিভারপুল, বেনফিকা, অলিম্পিয়াকোস, কাইরাত আলমাতি।

বার্সেলোনার প্রতিপক্ষ: হোম: পিএসজি, ফ্রাঙ্কফুর্ট, অলিম্পিয়াকোস, কোপেনহেগেন। অ্যাওয়ে: চেলসি, ক্লাব ব্রুগা, সালভিয়া প্রাগ, নিউক্যাসল।

ম্যানচেস্টার সিটির প্রতিপক্ষ: হোম: বরুসিয়া ডর্টমুন্ড, বায়ার লেভারকুসেন, নাপোলি, গালাতাসারায়ে। অ্যাওয়ে: রিয়াল মাদ্রিদ, ভিয়ারিয়াল, বোদো/গ্লিমট, মোনাকো।

লিভারপুলের প্রতিপক্ষ: হোম: রিয়াল মাদ্রিদ, আতলেতিকো মাদ্রিদ, পিএসভি, কারাবাগ। অ্যাওয়ে: ইন্টার মিলান, আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট, মার্শেই, গালাতাসারায়ে।

বায়ার্ন মিউনিখের প্রতিপক্ষ: হোম: চেলসি, ক্লাব ব্রুগা, স্পোর্তিং লিসবন, ইউনিয়ন সাঁ–জিলোয়া। অ্যাওয়ে: পিএসজি, আর্সেনাল, পিএসভি আইন্দহফেন, পাফোস এফসি।

ইন্টার মিলানের প্রতিপক্ষ: হোম: লিভারপুল, আর্সেনাল, সালভিয়া প্রাগ, কাইরাত আলমাতি। অ্যাওয়ে: বরুসিয়া ডর্টমুন্ড, আতলেতিকো মাদ্রিদ, আয়াক্স, ইউনিয়ন সাঁ–জিলোয়া।

আর্সেনালের প্রতিপক্ষ: হোম: বায়ার্ন মিউনিখ, আতলেতিকো মাদ্রিদ, সালভিয়া প্রাগ, কাইরাত আলমাতি। অ্যাওয়ে: ইন্টার মিলান, ক্লাব ব্রুগা, অলিম্পিয়াকোস, অ্যাথলেটিক ক্লাব।

বরুসিয়া ডর্টমুন্ডের প্রতিপক্ষ: হোম: ইন্টার মিলান (হোম), ভিয়ারিয়াল, বোদো/গ্লিমট, অ্যাথলেটিক ক্লাব। অ্যাওয়ে: ম্যানচেস্টার সিটি, জুভেন্টাস, টটেনহাম, কোপেনহেগেন।

চেলসির প্রতিপক্ষ: হোম: বার্সেলোনা, বেনফিকা, আয়াক্স, পাফোস। অ্যাওয়ে: বায়ার্ন মিউনিখ, আতালান্তা, নাপোলি, কারাবাগ।

Tags :

News Desk

Most Discussed

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More on this topic

    People’s Agenda

Copyrights are reserved by NE News © 2025