চাঁদাবাজি করতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন বৈষম্যবিরোধী নেতাসহ ৫ জন। শনিবার সন্ধ্যার পর ঢাকার গুলশানের ৮৩ নম্বর রোডে এ ঘটনা ঘটেছে।
গুলশান থানা সূত্র জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক রিয়াদসহ পাঁচজন কয়েকদিন আগে সাবেক এমপি শাম্মি আহমেদের বাসায় গিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন। ওইদিন তারা ১০ লাখ টাকা নিয়ে আসেন। আজ বাকি টাকা আনতে গেলে খবর পেয়ে পুলিশ তাদের হাতেনাতে গ্রেপ্তার করে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ৫ জনকে বর্তমানে গুলশান থানা হেফাজতে রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।