চা দিতে দেরি করায় রেস্টুরেন্ট কর্মচারীকে হত্যা

চা দিতে দেরি হওয়ায় রুমন (২২) নামে এক রেস্টুরেন্ট কর্মচারীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। রবিবার সকালে সিলেট নগরীর কাজির বাজার এলাকায় এ ঘটনা ঘটেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, সকাল ৯টার দিকে এক যুবক চা খেতে কাজির বাজারের মাছ বাজারের পাশের একটি রেস্টুরেন্টে আসেন। এসময় চা দিতে বিলম্ব হওয়ায় ওই রেস্টুরেন্টের কর্মচারী রুমনের সাথে তার বাকবিতণ্ডা হয়। তখন রেস্টুরেন্টের মালিক ও আশপাশের লোকজনের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

এর কিছুক্ষণ পর ওই যুবক আরও কয়েকজনকে সাথে নিয়ে রেস্টুরেন্টে এসে কর্মচারী রুমনের ওপর হামলা চালান এবং রুমনকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে রুমনকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, হামলাকারীদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। তাদের ধরতে অভিযান চলছে।

Tags :

Staff Reporter

Most Discussed

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More on this topic

    People’s Agenda

Copyrights are reserved by NE News © 2025