কার্লো আনচেলত্তির দ্বিতীয় দফার রিয়াল মাদ্রিদ অধ্যায়ে সঙ্গে ছিলেন তার পুত্র ডেভিড আনচেলোত্তি। সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এই সহকারী কোচ। মাঠের একপাশে দাঁড়িয়ে প্রতিপক্ষ বিশ্লেষণ ও কৌশল নির্ধারণে দৃশ্যমান অবদান ছিল তার।
মৌসুম শেষে রিয়াল মাদ্রিদ ছাড়ার পর ডেভিড তার বাবার সঙ্গে ব্রাজিলে চলে যান এবং সেখানেই বাবার সহকারী কোচ হিসেবে কাজ করে আসছিলেন। তবে এবার নিজেই প্রধান কোচ হিসেবে পথচলা শুরু করতে যাচ্ছেন ডেভিড আনচেলোত্তি।
সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর তথ্যমতে, ব্রাজিলিয়ান ক্লাব বোতাফোগোর সঙ্গে ডেভিডের চুক্তি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে, এমনকি রোমানো তার বহুল পরিচিত ‘হেয়ার উই গো’ ঘোষণাও দিয়ে দিয়েছেন।
এর আগে স্কটিশ জায়ান্ট রেঞ্জার্সের সঙ্গে ডেভিডের নাম জড়িয়ে থাকলেও শেষ পর্যন্ত সেটি বাস্তবায়িত হয়নি। বরং নিজের প্রথম একক কোচিং ক্যারিয়ার শুরু করতে যাচ্ছেন ব্রাজিলিয়ান ফুটবলের ঐতিহ্যবাহী ক্লাব বোতাফোগোতে।
সম্প্রতি বোতাফোগো ক্লাব বিশ্বকাপে অংশ নিয়ে শেষ ষোলোয় পালমেইরাসের কাছে হেরে বিদায় নেয়। ব্রাজিলিয়ান সিরি আতে বর্তমানে দলটি অষ্টম স্থানে অবস্থান রয়েছে। কিছুদিন আগে ক্লাব মালিক জন টেক্সটরের দল নির্বাচনে হস্তক্ষেপ মেনে না নেওয়ায় প্রধান কোচ রেনাতো পাইভাকে হঠাৎ করেই বরখাস্ত করা হয়।
এবার সেই জায়গায় দায়িত্ব নিতে যাচ্ছেন ডেভিড আনচেলোত্তি। ক্লাবের লক্ষ্য এখন লিগ টেবিলের উপরের দিকে ওঠা এবং শীর্ষ চারে জায়গা করে নেওয়া—আর সেই দায়িত্বই বর্তেছে তরুণ ইতালিয়ান কোচের কাঁধে।