‘বন্ধু’ মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ট্রাম্প

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৫তম জন্মদিন আজ বুধবার (১৭ সেপ্টেম্বর)। তার আগে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে মোদিকে ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

পাশাপাশি রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধের অবসানে সমর্থনের জন্যও মোদিকে ধন্যবাদ জানিয়েছেন ট্রাম্প। ট্রুথ সোশাল পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘আমার বন্ধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে একটা দারুণ ফোনালাপ হলো। আমি তাকে জন্মদিনের শুভেচ্ছা জানালাম। তিনি অসাধারণ কাজ করছেন। নরেন্দ্র, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধের অবসানে আপনার সমর্থনের জন্য ধন্যবাদ।’

এরপর নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা জানান মোদি।

জন্মদিনের আগের রাতে শুভেচ্ছাবার্তা পেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে মোদি লেখেন, ‘৭৫তম জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ, বন্ধু। আপনার মতো আমিও ভারত-যুক্তরাষ্ট্র সমঝোতা ও বৈশ্বিক অংশীদারত্বকে সম্পূর্ণ নতুন উচ্চতায় নিয়ে যেতে চাই।’

তিনি আরও লিখেন, ‘রাশিয়া-ইউক্রেন সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের জন্য আপনার উদ্যোগকে আমরা সমর্থন করি।’

১৭ জুনের পর এই প্রথম ট্রাম্প ও মোদির মধ্যে ফোনে কথা হলো। এর আগে বিভিন্ন সংবাদমাধ্যমের সূত্রে খবর ছড়ায়, মোদিকে গত কয়েক সপ্তাহে অন্তত চারবার ফোন করেন ট্রাম্প। কিন্তু মোদি সেই ফোন ধরেননি।

এদিকে, যুক্তরাষ্ট্র ও ভারতের বাণিজ্যিক সম্পর্কের টানাপড়েনের মধ্যে মোদির জন্মদিন উপলক্ষে ট্রাম্পের ফোন কিছুটা ‘ইতিবাচক’ বলে মনে করছেন অনেকে।

Tags :

International News Desk

Most Discussed

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More on this topic

    People’s Agenda

Copyrights are reserved by NE News © 2025