বক্স অফিস মাতাচ্ছে ‘থাম্মা’

দক্ষিণী সিনেমার প্রিয় মুখ রাশমিকা মান্দানা আবারও তার অভিনয় দিয়ে মুগ্ধ করেছেন দর্শকদের। টানা দুটি হিট জার্নির পর এবার তিনি হাজির হয়েছিলেন হরর-কমেডি ঘরানার ‘থাম্মা’-তে, যেখানে তার বিপরীতে অভিনয় করেছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা আয়ুষ্মান খুরানা।

দীপাবলির আনন্দের সঙ্গে মিলিয়ে গত ২১ অক্টোবর মুক্তি পায় এই সিনেমা, আর দর্শকরা ইতিমধ্যেই ‘পয়জন বেবি’ এবং ‘তুম মেরে না হুয়ে’ গানগুলোতে রাশমিকা ও মালাইকার নাচে মুগ্ধ।

এ বছর এখন পর্যন্ত হিন্দি ভাষার ৩১টি সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। মুক্তির প্রথম দিনে সবচেয়ে বেশি আয়কৃত সিনেমার তালিকায় ‘থাম্মা’ এর অবস্থান চতুর্থ। এ তালিকার শীর্ষে রয়েছে ‘ছাবা’ (২৯ কোটি রুপি), দ্বিতীয় ‘ওয়ার টু’ (২৮ কোটি রুপি), তৃতীয় সিকান্দার (২৫ কোটি রুপি)। চলুন জেনে নিই, ৫ দিনে কত আয় করেছে রাশমিকার সিনেমাটি।

স্যাকনিল্কের তথ্য অনুসারে, ‘থাম্মা’ সিনেমা পাঁচ দিনে শুধু ভারতে আয় করেছে ৯৪.২ কোটি রুপি (গ্রস)। বিদেশে আয় করেছে ১১.৩ কোটি রুপি। বিশ্বব্যাপী সিনেমাটির আয় দাঁড়িয়েছে ১০৫.৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ১৪৭ কোটি ১৯ লাখ টাকা)।

ম্যাডক ফিল্মসের হরর-কমেডি ইউনিভার্সের নতুন সিনেমা ‘থাম্মা’। এটি নির্মাণে ব্যয় হয়েছে ১৪০ কোটি রুপি। ইউ/এ ১৬+ রেটিংসহ অনুমোদিত সিনেমাটির দৈর্ঘ্য ২ ঘণ্টা ২৯ মিনিট ৫৯ সেকেন্ড।

সিনেমাটির গল্প প্রসঙ্গে আয়ুষ্মান খুরানা এক গণমাধ্যমকে বলেন, ‘এ সিনেমা সরাসরি ভারতীয় পুরাণ ও কিংবদন্তি থেকে অনুপ্রাণিত। আমরা প্রায়ই পশ্চিমা ধারণার দিকে তাকাই, কিন্তু অনেক ধারণার মূল আমাদের নিজেদের। এটি পশ্চিমা ধারার আগে থেকেই আমাদের সংস্কৃতিতে বিদ্যমান’।

রাশমিকা মান্দানা বলেন, ‘সিনেমাটির গল্প শোনার পর থেকেই এই ইউনিভার্সের অংশ হতে উদ্‌গ্রীব হয়ে ছিলাম। সিনেমাটির চরিত্রগুলো আমাদের ভারতীয় সংস্কৃতির সঙ্গে সম্পূর্ণ যুক্ত।’

আয়ুষ্মান খুরানা, রাশমিকা মান্দানা ছাড়াও সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নওয়াজুদ্দিন সিদ্দিকী, পরেশ রাওয়াল, গীতা আগরওয়াল শর্মা, ফয়সাল মালিক। তাছাড়া সিনেমাটিতে একঝাঁক তারকা অতিথি হিসেবে অভিনয় করেছেন। এ তালিকায় রয়েছেন মালাইকা আরোরা, নোরা ফাতেহি, অমর কৌশিক, সত্যরাজ, বরুণ ধাওয়ান, সুনীল কুমার। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন আদিত্য সরপোদ্দার।

Tags :

Entertainment Desk

Most Discussed

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More on this topic

    People’s Agenda

Copyrights are reserved by NE News © 2025