১৫ বছর পর ফিরছে ‘থ্রি ইডিয়টস’

২০০৯ সালে মুক্তি পেয়েছিল বলিউড সিনেমা ‘থ্রি ইডিয়টস’। রাজকুমার হিরানি পরিচালিত এই ব্লকবাস্টার ছবিটি আজও সিনেপ্রেমীদের স্মৃতিতে অমলিন। র‍্যাঞ্চো, রাজু আর ফারহানের বন্ধুত্ব এবং তাদের শিক্ষাজীবনের হাস্যরসাত্মক অথচ গভীর বার্তা মুগ্ধ করেছিল দর্শকদের। দীর্ঘ ১৫ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে সুখবর এলো— খুব শিগগিরই পর্দায় আসছে এই আইকনিক ছবির সিক্যুয়েল।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পরিচালক রাজকুমার হিরানি ‘থ্রি ইডিয়টস’-এর দ্বিতীয় পর্ব নিয়ে আসার প্রস্তুতি প্রায় চূড়ান্ত করে ফেলেছেন। বর্তমানে সিনেমাটির চিত্রনাট্যের কাজ একেবারে শেষ পর্যায়ে রয়েছে।

ভক্তদের জন্য সবচেয়ে বড় স্বস্তির খবর হলো, সিক্যুয়েলে কাস্টিংয়ে কোনো পরিবর্তন আসছে না। অর্থাৎ, ১৫ বছর আগের সেই চেনা মুখগুলোকেই আবার নতুন গল্পে দেখা যাবে। আগের মতোই ‘র‍্যাঞ্চো’র ভূমিকায় থাকছেন আমির খান এবং তার বিপরীতে ‘পিয়া শাস্ত্রবুদ্ধি’ চরিত্রে দেখা যাবে কারিনা কাপুরকে। অন্যদিকে, র‍্যাঞ্চোর দুই প্রিয় বন্ধু ‘রাজু রস্তোগি’ ও ‘ফারহান’র চরিত্রে ফের জুটি বাঁধছেন যথাক্রমে শরমন যোশি ও আর মাধবন।

প্রথম ছবির শেষে নিজের বিয়ের আসর থেকে পালিয়ে এসে লাদাখের প্যাংগং হ্রদের পাড়ে র‍্যাঞ্চোর (আমির) সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন পিয়া (কারিনা)। সিক্যুয়েলের গল্প সেখান থেকেই শুরু হচ্ছে কি না তা নিয়ে দর্শক মহলে জল্পনা থাকলেও এটি নিশ্চিত যে তিন বন্ধুর জীবনে নতুন কোনো অ্যাডভেঞ্চার অপেক্ষা করছে। আর তার সঙ্গে রাজকুমার হিরানির স্পেশাল ‘হিউমার’ তো থাকছেই।

বায়োপিক থামিয়ে সিক্যুয়েলে মনোযোগ জানা গেছে, এই সিক্যুয়েলকে আলোর মুখ দেখাতে আমির খানের সঙ্গে দাদাসাহেব ফালকের বায়োপিকের কাজও আপাতত স্থগিত রেখেছেন পরিচালক রাজকুমার হিরানি। অনেক আগেই তিনি সিক্যুয়েলের পরিকল্পনা করলেও সঠিক সময়ের অপেক্ষায় ছিলেন। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী ২০২৬ সালেই পর্দায় ফিরতে চলেছে আমির-কারিনা ও শরমন-মাধবনের পুরো দল।

Tags :

Entertainment Desk

Most Discussed

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More on this topic

    People’s Agenda

Copyrights are reserved by NE News © 2025