নতুন বছরে চমক নিয়ে আসছে বলিউড

নতুন বছর অর্থাৎ ২০২৬ সাল ভারতীয় সিনেমার জন্য বিশেষভাবে উল্লেখযোগ্য হয়ে উঠতে যাচ্ছে। এ বছর দর্শককে থিয়েটারে টানার জন্য থাকছে বড় বাজেট, জনপ্রিয় তারকা আর মহাকাব্যিক গল্প। মিথোলজিক্যাল এপিক থেকে অ্যাকশন থ্রিলার, বায়োপিক থেকে মানসিক নাটক– এ বছরে বলিউডে হাজির হচ্ছে সব ধরনের গল্প।

বছরের শুরুতে আগামী শুক্রবার মুক্তি পেতে যাচ্ছে ‘দ্য রাজা সাব’। প্রভাস, সঞ্জয় দত্ত, বোমান ইরানি এবং মালবিকা মোহনন একসঙ্গে অভিনয় করেছেন এই ছবিতে। একই দিনে মুক্তি পাবে থালাপতি বিজয়ের ‘জানা নায়াগান’; যা থালাপতি বিজয়ের শেষ সিনেমা হিসেবে আলোচিত। বিজয়ের সঙ্গে থাকছেন ববি দেওল, পূজা হেগরে ও প্রিয়ামনি।

২৩ জানুয়ারি মুক্তি পাবে অনুরাগ সিং পরিচালিত ‘বর্ডার থ্রি’। ১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের পটভূমিতে এই সিনেমা সেনাদের সাহস, যুদ্ধের নাটকীয়তা এবং ব্যক্তিগত ত্যাগ ফুটিয়ে তুলবে। এই সিনেমায় অভিনয় করেছেন সানি দেওল, বরুণ ধাওয়ান, দিলজিৎ দোসাঞ্জ, আহান শেট্টি, মনা সিং, সোনম বাওজা।

মার্চের শুরুতে মুক্তি পাবে ‘ধুরন্ধর ২’। রণবীর সিং অভিনীত এই স্পাই থ্রিলার পাঁচটি ভাষায় মুক্তি পাচ্ছে। একই মাসে আসছে ‘টক্সিক: অ্যা ফেরি টেল ফর গ্রোন আপস’; যেখানে নয়নতারা, কিয়ারা আদভানি ও হুমা কুরেশি অ্যাকশন এবং থ্রিলারমিশ্রিত গল্পে হাজির হচ্ছেন।

ফেব্রুয়ারি থেকে ভ্যালেন্টাইন’স ডে-তে মুক্তি পাচ্ছে ‘ও রোমিও’। এতে অভিনয় করেছেন শাহিদ কাপুর ও তৃপ্তি দিমরি। এটি ভিশাল ভারতভ পরিচালিত অ্যাকশন-ড্রামা, যা প্রেম ও প্রতিশোধের গল্পে আবর্তিত। একই মাসে রানী মুখার্জি আবার ফিরে আসছেন ‘মার্দানি ৩’ নিয়ে। এই সিনেমার মাধ্যমে রানী আবারও শিবানী শিবাজি রয়ের চরিত্রে এক ভয়ংকর কেস সমাধান করবেন।

২০২৬ সালের সবচেয়ে আলোচিত সিনেমা অবশ্য ‘রামায়ণ’। নিতেশ তিওয়ারি পরিচালিত এই মিথোলজিক্যাল এপিকে অভিনয় করেছেন রণবীর কাপুর, সাই পল্লবী, সানি দেওল এবং যশ। সিনেমার সংগীত পরিচালনা করেছেন অস্কার বিজয়ী হ্যান্স জিমার ও এ. আর. রহমান। রামায়ণ পার্ট-১ মুক্তি পাবে দীপাবলিতে এবং পার্ট-২ আসবে পরের বছর।

শাহরুখ খানের ‘কিং’ ২০২৬ সালের আরও একটি অনন্য সিনেমা। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই অ্যাকশন-থ্রিলারে শাহরুখ এবং তাঁর কন্যা সুহানা প্রথমবার বড় পর্দায় দেখা দেবেন। ছবিটিতে অ্যাকশন, আবেগ ও পরিবারের গল্পের এক অনন্য মিশ্রণ দেখা যাবে।

এপ্রিলে মুক্তি পাচ্ছে ‘ব্যাটল অফ গালওয়ান’। সালমান খান ও চিত্রাঙ্গদা সিং অভিনীত এই সিনেমাটি ২০২০ সালের গালওয়ান উপত্যকার সংঘর্ষের গল্প তুলে ধরা হবে, যেখানে যুদ্ধের দৃশ্যের সঙ্গে সেনাদের ত্যাগ ও পারিবারিক আবেগ ফুটে উঠবে। অন্যদিকে এ বছরেই মুক্তি পাবে ইয়াশ রাজ ফিল্মসের ‘আলফা’ এবং ‘ইক্কিস’।

বিশেষ করে ‘ইক্কিস’ সিনেমাটি ধর্মেন্দ্রের শেষ সিনেমা হিসেবেও গুরুত্বপূর্ণ। অক্টোবরে আসছে অজয় দেবগন অভিনীত ‘দৃশ্যম থ্রি’, যেখানে নতুন মোড় এবং উত্তেজনাপূর্ণ গল্প দর্শককে বিমোহিত করবে।

সঞ্জয় লীলা বানসালি পরিচালিত ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমায় রণবীর কাপুর, আলিয়া ভাট এবং ভিকি কৌশলের সঙ্গে অনন্য এক সিনেমা হতে চলেছে। প্রথমবারের মতো ভিকি বানসালির সিনেমায় অভিনয় করেছেন।

এ ছাড়াও বছরের বিভিন্ন সময় মুক্তি পাচ্ছে ‘দ্য প্যারাডাইস’, ‘হাইওয়ান’, ‘ভূত বাংলা’, ‘ভেদা ২’, ‘পেদ্দি’, ‘ডাকোয়েট’, ‘ফৌজি’, ‘শক্তিশালিনী’সহ আরও অনেক সিনেমা; যা ২০২৬ সালের বলিউডকে বৈচিত্র্যময় ও রোমাঞ্চকর করে তুলবে।

সব মিলিয়ে ২০২৬ সাল কেবল সিনেমার বছর নয়; এটি হলো বলিউডের গল্প বলার নতুন অধ্যায়; যেখানে প্রাধান্য পেয়েছে গল্প।

Tags :

Entertainment Desk

Most Discussed

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More on this topic

    People’s Agenda

Copyrights are reserved by NE News © 2025