ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে চলছিল বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ। সেখানে বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে পড়ে গেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।
শনিবার বিকেল ৫টা ২৬ মিনিটে তিনি মঞ্চে বক্তব্য দেওয়ার সময় এ ঘটনা ঘটেছে।
এর আগে বিকেল ৫টার দিকে মঞ্চে বক্তব্য দিতে ওঠেন জামায়াত আমীর। মঞ্চে পড়ে গিয়ে ৪৫ সেকেন্ড পর উঠে দাঁড়ান তিনি। বলেন, কিছু হয়নি। এর ১ মিনিটর পর আবার পড়ে যান। এর কিছুক্ষণ পর আবারও তিনি উঠে দাঁড়ান। পরে ডা. শফিকুর রহমান স্টেজে না দাঁড়িয়ে কার্পেটে বসে বক্তব্য দিতে থাকেন। এ সময় চিকিৎসকরা তাকে ভাষণ দিতে না করলেও তিনি তা মানেননি।
এর আগে সাত দফা দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শনিবার দুপুর ২টার দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশের মূলপর্ব শুরু হয়। কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া সমাবেশ পরিচালনা করছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পারওয়ার।
জামায়াতের আমির ডা. শফিকুর রহমান দুপুর সোয়া ১২টায় সমাবেশস্থলে উপস্থিত হন। ডা. শফিকুর রহমান সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করলে রাস্তার দু’পাশে অবস্থান নেওয়া নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে তাকে স্বাগত জানান। এ সময় হাত নেড়ে শুভেচ্ছা জানান জামায়াত আমির। মহাসমাবেশে আমিরের সঙ্গে দলের শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন।