বৈষম্যবিরোধী নেতার বাবা অস্ত্রসহ আটক

মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের ঘুনসী এলাকায় যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র জব্দ ও নারীসহ ছয়জনকে আটক করা হয়েছে।

শুক্রবার ভোরে পরিচালিত এই অভিযানে আটক হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাদারীপুর জেলা মুখপাত্র তুষার সব্যসাচীর বাবা মিলন সব্যসাচী ওরফে মিলন মাতুব্বর (৫৪)।

আটকদের মধ্যে বাকি পাঁচজন হলেন— সদর উপজেলার ঘুনসি গ্রামের শাহ আলম মাতুব্বরের ছেলে কালাম মাতুব্বর (৫৩), একই গ্রামের শাহ আলম মাতুব্বর ছেলে মনু মাতুব্বর (৫০), কালাম মাতুব্বরের স্ত্রী লাকি বেগম (৪৫), মফিজ মাতুব্বরের স্ত্রী পারুল বেগম (৪৫) ও শিহাব মাতুব্বরের স্ত্রী খাদিজা আক্তার (২৩)।

মাদারীপুর সদর আর্মি ক্যাম্পের কমান্ডার কাজী ফয়সাল ফারুক জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদারীপুর আর্মি ক্যাম্প ও মাদারীপুর থানা পুলিশের যৌথ অভিযানে শিরখাড়া থেকে ৭ দশমিক ৬৫ মি. মি. ১টি পিস্তল, ৭.৬৫ মি. মি. পিস্তলের ম্যাগাজিন একটি, ৬৫ মি. মি. পিস্তলের অ্যামো পাঁচ রাউন্ড, ইয়ার গান একটি, ইয়ার গানের কার্টিজ ১২০ রাউন্ড, ৩০৩ কাটা রাইফেল একটি, বেজবল ব্যাট একটি, স্টিলের গিয়ার চাকু দুটি, চাইনিজ কুড়াল দুটি, রামদা সাতটি, বল্লম একটি, টেঁটা ১৮টি, গাঁজা এক পুড়িয়া, টর্চ লাইট একটি, পাসপোর্ট একটি, এনআইডি কার্ড একটি, মোবাইল ফোন পাঁচটি, ট্যাব একটিসহ অস্ত্র উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, আটককৃতদের কাছে অবৈধভাবে এসব অস্ত্র মজুদ ছিল। তাদের কাছ থেকে কোনো লাইসেন্স আমরা পাইনি। তারা এসব অস্ত্র ব্যবহার করে নাশকতা ও অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করতেন। অবৈধ অস্ত্র উদ্ধারে সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশনের কার্যক্রম অব্যাহত রয়েছে। আগামীতে অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মাদারীপুর থানা পুলিশের কাছে তাদেরকে হস্তান্তর করা হয়েছে বলে জানান অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা।

Tags :

News Desk

Most Discussed

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More on this topic

    People’s Agenda

Copyrights are reserved by NE News © 2025