সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক ফাহিম বিশ্বাসকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
কোর্ট পরিদর্শক রওশন ইয়াজদানী বলেন, বৃহস্পতিবার রায়গঞ্জ আমলি আদালতে হাজির হয়ে ফাহিম বিশ্বাসসহ দুজন জামিন আবেদন করেন। শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আইভীন আক্তার আবেদন নামঞ্জুর করে ফাহিম বিশ্বাসকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তবে আদালত তার সহযোগী মোন্তাসিরকে জামিন দিয়েছেন।
এর আগে রবিবার (২৮ ডিসেম্বর) দুপুরে উপজেলার চান্দাইকোনা বাজারে একটি হার্ডওয়ারের দোকানে হামলা চালিয়ে ভাঙচুর ও দোকান মালিককে মারধর করা হয়। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী সজিব রেজা সালমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক ফাহিম বিশ্বাসসহ ১০/১৫ জনের বিরুদ্ধে মামলা করেন। এর আগেও পুলিশ ঘটনার সঙ্গে জড়িত আরও দুজনকে গ্রেপ্তার করেছে।




