বিএনপি নেতার প্রযুক্তিনির্ভর উদ্যোগ, মিলছে সাড়া

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেটের রাজনীতিক খন্দকার আব্দুল মুক্তাদিরের নতুন উদ্যোগ— ‘কেমন সিলেট চাই? পরিবর্তনের নবযাত্রা–নাগরিক মতামত’ সিলেটজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। গণমানুষের অংশগ্রহণ ও প্রযুক্তির সমন্বয়ে সাজানো এই উদ্যোগ সিলেটের মানুষের মাঝে নতুন প্রত্যাশার সঞ্চার করেছে।

রাজনীতিকে ভিন্ন ধারায়, জনগণের সরাসরি সম্পৃক্ততার মাধ্যমে নতুনভাবে ভাবার আহ্বান জানিয়ে খন্দকার আব্দুল মুক্তাদির বলছেন, গণতন্ত্র মানেই গণমানুষের ক্ষমতায়ন, আপনার ক্ষমতায়ন। দীর্ঘ দুই দশকের জনবিমুখ রাজনীতির পর আমরা আজ নতুন দিগন্তের দ্বারপ্রান্তে। এখন সময় এসেছে এমন এক ব্যবস্থার, যেখানে জনগণই বলবে তাদের প্রত্যাশা, জানাবে তাদের ভাবনা। আমরা চাই সেই প্রত্যাশার প্রতিফলন ঘটাতে।

এই উদ্যোগে অংশ নিতে ইতোমধ্যে সিলেট নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে কিউআর কোড সংবলিত ব্যানার টানানো হয়েছে। কেউ চাইলে ব্যানারের কিউআর কোড স্ক্যান করে কিংবা সরাসরি লিংকে গিয়ে নিজের মতামত জানাতে পারছেন— তিনি কেমন সিলেট চান। কয়েক সেকেন্ডেই অনলাইনে অংশ নেওয়া সম্ভব হচ্ছে এই জরিপে।

অনলাইন ফর্মে অংশগ্রহণকারীরা জানাতে পারছেন তাঁদের বয়স, পেশা, বসবাসের ওয়ার্ড বা ইউনিয়ন, এলাকার সবচেয়ে বড় সমস্যা এবং সেই সমস্যার সম্ভাব্য সমাধান। স্বাস্থ্যসেবা, শিক্ষা, কর্মসংস্থান, নিরাপত্তা, সড়ক ও যোগাযোগ, বিদ্যুৎ, পরিবেশ দূষণ, দুর্নীতি ইত্যাদি খাতে কোন তিনটি সমস্যা তাঁরা বেশি অনুভব করেন, সেটিও বেছে নিতে পারেন।

এ ছাড়া নাগরিকরা জানাতে পারছেন তাঁরা নির্বাচিত সংসদ সদস্যের কাছ থেকে কী প্রত্যাশা করেন, কোন খাতে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত এবং তাঁদের প্রতিনিধির সঙ্গে কোন মাধ্যমে যোগাযোগ রাখা সবচেয়ে কার্যকর হবে। পুরো প্রক্রিয়াটি গোপনীয়ভাবে পরিচালিত হচ্ছে, যাতে সবাই মুক্তভাবে মতামত দিতে পারেন।

তরুণরা বলছেন, এই প্রথম কোনো রাজনীতিক আমাদের সরাসরি জিজ্ঞাসা করছেন, আমরা কেমন সিলেট চাই। আমাদের ভাবনা ও সমস্যাকে গুরুত্ব দেওয়ায় আমরা সত্যিই অনুপ্রাণিত।

উদ্যোগটিতে অংশগ্রহণের লিংক- https://forms.gle/g46uvE3Ps59vfNnf8

Tags :

News Desk

Most Discussed

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More on this topic

    People’s Agenda

Copyrights are reserved by NE News © 2025