সিলেট মহানগরীর শাহপরান থানার পীরেরবাজার এলাকায় কথা কাটাকাটির জেরে ইটের আঘাতে খুন হয়েছেন আব্দুর রহমান (৬৫) নামে এক বিএনপি নেতা। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত আব্দুর রহমান কাদিরপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও শাহ সুন্দর মাজারের খাদেম ছিলেন।
জানা গেছে, গতকাল বুধবার সন্ধ্যায় সড়কের পাশে প্রস্রাব করাকে কেন্দ্র করে অভিযুক্ত সুমন আহমদের সঙ্গে আব্দুর রহমানের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সুমন ইট ছুড়ে আব্দুর রহমানের মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং আজ বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ঘটনার পর অভিযুক্ত সুমন আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হলেও পরে সেখান থেকে পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ।
সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।




