বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান বলেছেন, ঢাকার উত্তরায় মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়েছে ৬০ জনকে। বড় সংখ্যক মানুষের জীবন ঝুঁকিতে রয়েছে।
তিনি বলেন, আসলে বড় ধরনের ঘটনা ঘটতে যাচ্ছে, তবে এখনও সঠিকভাবে বলা যাচ্ছে না। ঘটনা ঘটার পর সব প্রস্তুতি নেওয়া হয়েছে। ৩০ থেকে ৩৫ জনকে ভেতরে নেওয়া হয়েছে। অনেক মানুষ আহত হয়েছেন।
সোমবার (২১ জুলাই) বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান।
বিধ্বস্তের ঘটনায় নারী ও শিশুসহ অন্তত ৬০ জনের মতো দগ্ধ হয়েছে। এদের মধ্যে বেশির ভাগই শিক্ষার্থী বলেও জানান ডা. মো. সায়েদুর রহমান।
উদ্ধার কাজে যোগ দেয়া এক স্বেচ্ছাসেবক বলেন, ঢাকা মেডিক্যালের বার্ন ইউনিট, উত্তরা কুয়েত মৈত্রী মেডিক্যাল ও উত্তরা মেডিক্যালে রোগী নিয়ে যাওয়া হচ্ছে সেখানে।
আহত দগ্ধদের জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট, ঢাকা মেডিক্যাল বার্ন ইউনিট, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, উত্তরা আধুনিক মেডিক্যাল কলেজ, কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল, উত্তরা উইমেন্স মেডিক্যাল কলেজ, মনসুর আলী মেডিক্যাল কলেজ নেওয়া হয়েছে। এসব আহতদের জন্য জরুরি ভিত্তিতে রক্তের প্রয়োজন।
এদিকে, আহতদের চিকিৎসা সেবার কথা বিবেচনা করে ঢাকা মেডিক্যাল বার্ন ইউনিট, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, উত্তরা আধুনিক মেডিক্যাল কলেজ, কুয়েত মৈত্রী হাসপাতাল, উত্তরা উইমেন্স মেডিক্যাল কলেজ এবং মনসুর আলী মেডিক্যাল কলেজ জরুরি বার্তা প্রদান করেছে।