ঢাকা, ১১ জুলাই ২০২৫: বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কাঠমান্ডুগামী একটি ফ্লাইটে বোমা থাকার হুমকির পর ফ্লাইটটি বাতিল করা হয়েছে। শুক্রবার (১১ জুলাই) বিকেলে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইটটি ছাড়ার ঠিক আগ মুহূর্তে এই ঘটনা ঘটে।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, একটি অজ্ঞাত নম্বর থেকে ফোন করে জানানো হয় যে, বিমানের ওই ফ্লাইটে বোমা রাখা আছে এবং উড্ডয়নের পরেই তা বিস্ফোরিত হবে। এই হুমকির পর পরই কর্তৃপক্ষ কোনো ঝুঁকি না নিয়ে তাৎক্ষণিকভাবে ফ্লাইটটি বাতিলের সিদ্ধান্ত নেয়।
আন্তর্জাতিক প্রটোকল অনুযায়ী, যাত্রীদের নিরাপদে বিমান থেকে নামিয়ে আনা হয় এবং নিরাপত্তা কর্মীরা পুরো বিমানটিতে তল্লাশি শুরু করে। বিমানবন্দরের বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ব্যাপক তল্লাশি অভিযান চালায়।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগ জানিয়েছে যে, হুমকির ফোন কলে নির্দিষ্ট কোনো ফ্লাইটের নম্বর উল্লেখ করা না থাকলেও, সেই সময়ে উড্ডয়নের জন্য প্রস্তুত থাকা কাঠমান্ডুগামী বিজি-৩৭৩ ফ্লাইটটিকেই থামিয়ে দেওয়া হয়।
এই ঘটনায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাময়িকভাবে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত, তল্লাশি অভিযান চলছিল এবং যাত্রীদের নিরাপদে টার্মিনালে রাখা হয়েছিল।