পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া সচিবালয় এলাকা থেকে গুলিস্তানে ছড়িয়ে পড়েছে। শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের পাশাপাশি এসময় সাউন্ড গ্রেনেডের বিস্ফোরণ ঘটায় আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় শিক্ষার্থীদের বেধড়ক পেটাতেও দেখা যায়।
শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগের দাবিতে মঙ্গলবার বেলা আড়াইটার দিকে রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সচিবালয়ের সামনে এসে জড়ো হন শিক্ষার্থীরা।
প্রথমে শিক্ষার্থীরা সচিবালয়ের তিন নম্বর গেটের সামনে বিক্ষোভ করছিলেন। পরে বাকি গেটগুলোও বন্ধ করে দেন তারা। এক পযার্য়ে একটি গেট ভেঙে ভেতরে ঢুকে পড়েন শিক্ষার্থীরা। তাদের সঙ্গে ভেতরে পুলিশও ঢোকে। সচিবালয়ের কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয় এসময়। পুলিশ এক পর্যায়ে বিক্ষোভরত শিক্ষার্থীদের লাঠিপেটা করে।
শিক্ষার্থীদের সচিবলয় থেকে বের করার পর তাদের প্রশাসনের প্রাণকেন্দ্রের বাইরে থেকে সরিয়ে দিতে তাদের ওপর চড়াও হয় পুলিশ। সচিবালয়ের সামনের রাস্তায় শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে। শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে পুলিশ তাদের গুলিস্তানের দিকে তাড়িয়ে নিয়ে যায়।
বিকাল ৫টার দিকে দ্বিতীয় দফায় আবার সংঘর্ষ শুরু হয়। এ সময় বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে পুলিশ ছাত্রদের লক্ষ্য করে ৮-১০টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে দুজনকে আটক করে। শিক্ষার্থীরা ছোট ছোট অংশে বিভক্ত হয়ে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু করে।
এর আগে টেলিভিশনের সরাসরি সম্প্রচারে জিরো পয়েন্ট এলাকায় একদল পুলিশকে এক শিক্ষার্থীকে বেধড়ক পেটাতে দেখা দেখা গেছে।
এদিকে, দুপুর সোয়া ২টার দিকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে পুলিশ ও শিক্ষার্থীদের মাঝে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ইট-পাটকেল ছোঁড়াছুড়ির ঘটনা ঘটে এবং এ ঘটনায় অন্তত তিনজনের মাথা ফেটে গেছে বলে জানিয়েছিল বিবিসি।