ভারতের মাটিতে বাংলাদেশের টি-২০ বিশ্বকাপ খেলা অনিশ্চয়তার সুতোয় ঝুলছে। এখন পর্যন্ত এ ব্যাপারে নির্দিষ্ট কোনো সিদ্ধান্ত আসেনি। তবে খেলোয়াড়, কোচিং স্টাফ, সাংবাদিক ও সমর্থকদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত নিজেদের অবস্থানে অনড় থাকবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বুধবার যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে জরুরি সভা শেষে তেমনটাই ইঙ্গিত দিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
সচিবালয়ে মিটিং শেষে সাংবাদিকদের বুলবুল বলেন, আমরা আইসিসিকে নিজেদের খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে চিঠি দিয়েছি। কিন্তু খেলোয়াড়েরা ছাড়াও তো এখানে সাংবাদিক, ভক্ত অনেকেই যাবেন— সবার নিরাপত্তা চেয়ে তো চিঠি দিতে পারি না। এজন্য আমরা সরকারের নির্দেশনা নিচ্ছি।
তিনি বলেন, আপনারা জানেন, যেকোনো বিদেশ সফরের আগে আমাদের সরকারের অনুমতি লাগে। সে ব্যাপারেই আমরা জানতে এখানে এসেছিলাম। যদি খেলোয়াড় ও সবার নিরাপত্তা নিশ্চিত না করে তাহলে এই বিশ্বকাপে আমাদের অধিকার নিয়ে আমরা লড়াই করে যাবো।
বিসিবি সভাপতি আরও বলেন, আমরা তো ভ্যালিড রিজন নিয়ে কথা বলছি। এতগুলো বিশ্বকাপে খেলেছি, কোনোদিন তো কিছু বলিনি। এবার নিরাপত্তা নিয়ে সমস্যা মনে হয়েছে, তাই আমরা আমাদের কথা তুলেছি। আমরা আইসিসিকে বোঝাব। আমাদের উপদেষ্টা মহোদয় যেভাবে বললেন, সেভাবে বোঝাব।
আগামী ফেব্রুয়ারিতে ভারত ও শ্রীলঙ্কায় শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে নিরাপত্তার কারণে এই বিশ্বকাপে খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। এ জন্য বিসিবি চিঠি পাঠিয়েছে আইসিসির কাছে।
তবে এরইমধ্যে মঙ্গলবার রাতে ক্রিকইনফো এক প্রতিবেদনে জানায়, বিশ্বকাপ খেলতে বাংলাদেশকে ভারতেই যেতে হবে। তবে এই সংবাদ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে বিসিবি। আইসিসি থেকে বোর্ড একটি ‘সফট মেইল’ মেলেও সেখানে এমন কিছু জানানো হয়নি দাবি বিসিবির।
এই কারণে বুধবার বুধবার যুব ও ক্রীড়া মন্ত্রী আসিফ নজরুলের সঙ্গে জরুরি সভা করেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার পর থেকেই বাংলাদেশ-ভারতের রাজনৈতিক পরিস্থিতি এখন উত্তপ্ত। ভারতের উগ্রপন্থী গোষ্ঠীগুলোর হুঙ্কার বিসিবিকে ভাবিয়ে তুলেছে।
ক্রিকেটারদের নিরাপত্তার প্রশ্নে কোনো আপস করতে চাইছে না বোর্ড। তাই ভারতের বিকল্প হিসেবে শ্রীলঙ্কার শান্ত পরিবেশে ভেন্যু বেছে নিতে চাচ্ছে বিসিবি।
বিসিবি আশাবাদী, আইসিসি তাদের প্রত্যাশা পূরণ করবে। এ নিয়ে বোর্ড পরিচালক নাজমুল আবেদীন বলেন বলেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভেন্যু পরিবর্তনের আশাবাদী। আর আইসিসি নিরাপত্তা নিয়ে যেই মেইল দিয়েছে সেটা আজকেই আমরা রেসপন্স করব।




