ঝিনাইদহ সদরে এক ব্যবসায়ীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার কেশবপুর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ব্যবসায়ীর নাম তোয়াজ উদ্দীন। তিনি ওই গ্রামের মৃত হারেজ আলী শেখের ছেলে এবং এক্সপোর্ট-ইমপোর্টের ব্যবসা করতেন।
স্থানীয়রা জানান, বুধবার বিকেলে তোয়াজ উদ্দীনের বাড়ি থেকে দুর্গন্ধ বের হতে থাকে। পরে প্রতিবেশীরা ওই বাড়ির জানালা দিয়ে দেখতে পান ভেতরে তোয়াজ উদ্দীনের মরদেহ পড়ে আছে। তবে বাড়ির গেট বাইরে থেকে তালাবদ্ধ ছিল। পরে ঘটনাস্থলে পুলিশ এসে গেটের তালা ভেঙে তার মরদেহ উদ্ধার করে।
নিহতের ভাই আক্কাস আলী বলেন, আমার ভাইয়ের কোনো শত্রু ছিল না। আমার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করে ঘরের বাইরে তালা লাগিয়ে চলে গেছে হত্যাকারীরা। আমি আমার ভাই হত্যার বিচার চাই।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। মৃত্যুর রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।