বরিশাল-ভোলা মহাসড়কের পাশ থেকে পলিথিনে মোড়ানো অ্যাসিডদগ্ধ এক নারীকে উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৯ জুন) ভোরে মেট্রোপলিটন এলাকার বন্দর থানাধীন তালুকদারহাট এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।
ওই নারীর নাম মারিয়া। তিনি বরিশালের উজিরপুর উপজেলার মশিউর রহমানের দ্বিতীয় স্ত্রী। বর্তমানে তারা ভোলায় বসবাস করছেন।
বরিশাল বন্দর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) দেলোয়ার হোসেন বলেন, ওই নারীকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) নেওয়া হয়েছে। তার চিকিৎসা চলছে। বিস্তারিত পরে জানানো হবে।
স্থানীয়রা জানান, তালুকদারহাট এলাকার ব্যবসায়ীরা ভোরে ব্যবসাপ্রতিষ্ঠানে যাওয়ার সময় সড়কের পাশে পলিথিনে মোড়ানো অবস্থায় ওই নারীকে দেখতে পান। ওই নারীকে অ্যাসিড দিয়ে ঝলসে দেওয়া হয়েছে বলে তারা জানান। পরে পুলিশে খবর দিলে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
মারিয়ার ভাই মাঈনুল ইসলাম জানান, দুইদিন আগে তার বোন বাবার বাড়িতে বেড়াতে এসেছিলেন। সেখান থেকে স্বামীর কাছে ফিরতে গিয়ে বর্বর এই ঘটনার শিকার হন।
হাসপাতালে চিকিৎসাধীন মারিয়া জানান, ফেরিঘাটে অপেক্ষার সময় কয়েকজন তাকে জোর করে একটি নির্জন স্থানে নিয়ে যায়। এরপর স্কচটেপ দিয়ে তার হাত-পা ও মুখ বেঁধে মারধর করে। পরে সাবেক সতীনের ভাই হাসিবসহ কয়েকজন তাকে গর্ভপাতের ওষুধ খাওয়ানোর চেষ্টা করে এবং নির্যাতন করে।
মারিয়া বলেন, তারা জোর করে বলছিল যেভাবেই হোক আমার গর্ভের সন্তান নষ্ট করবে। আমি বাধা দিলে আরও মারধর করে। একপর্যায়ে জ্ঞান হারিয়ে ফেলি। সকালে দেখি মহাসড়কের পাশে পলিথিনে মোড়ানো অবস্থায় পড়ে আছি।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানার উপ-পরিদর্শক সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে ওই গৃহবধূকে হাত-পা বাঁধা ও অচেতন অবস্থায় উদ্ধার করি। তাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।