বরিশালের উজিরপুর উপজেলায় খ্রিষ্টান পল্লীতে হামলা ও অগ্নিসংযোগ এবং খামারের ছাগল লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।
সোমবার গভীর রাতে উপজেলার সাতলা ইউনিয়নের রাজাপুর গ্রামের জহরলাল বিশ্বাসের বাড়িতে এ ঘটনা ঘটেছে।
জহরলাল বিশ্বাসের মেয়ে অথরা বাড়ৈ (৩০) জানান, সোমবার রাতে তিনি বাড়িতে একা ছিলেন। এসময় চাইনিজ কুড়াল দিয়ে তার ঘরের প্রধান দরজায় আঘাত করে দুর্বৃত্তরা। তখন তিনি চিৎকার করলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার সময় দুর্বৃত্তরা তার বাড়ির পেছনের ছাগলের খামারে অগ্নিসংযোগ করে ও ১৮টি ছাগল লুট করে নেয়।
ওই রাতেই তার পেঁপে বাগানের প্রায় শতাধিক গাছ দুর্বৃত্তরা কেটে ফেলেছে অভিযোগ করে তিনি জানান, পালিয়ে যাওয়ার সময় তারা একটি মোবাইল সেট ফেলে গেছে।
এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হয়েছে বলে জানান অধরা বিশ্বাস।
উজিরপুর মডেল থানার ওসি আব্দুস সালাম মঙ্গলবার বলেন, অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জমি নিয়ে স্বজনদের সঙ্গে বিরোধের পরিপ্রেক্ষিতে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তবু বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্তে যা পাওয়া যাবে, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।