লন্ডনে মানববন্ধন : বাংলাদেশে সাংবাদিক হত্যার প্রতিবাদ

বর্ষিয়ান সাংবাদিক-কলামিস্ট বিভুরঞ্জন সরকার ও সাংবাদিক মোহাম্মদ আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে যুক্তরাজ্যের লন্ডনে বাংলা মিডিয়ার সাংবাদিকদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কের শহীদ মিনার প্রাঙ্গণে সত্যবাণী সম্পাদক সৈয়দ আনাছ পাশা, ব্রিকলেন পত্রিকার সম্পাদক সাংবাদিক জুয়েল রাজ, স্বদেশ-বিদেশ এর সম্পাদক বাতিরুল হক সরদার ও সাংবাদিক শাহ মোস্তাফিজুর রহমান বেলালের আহ্বানে সাড়া দিয়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সাংবাদিক শাহ মোস্তাফিজুর রহমান বেলালের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে সাংবাদিকরা উল্লেখিত দুই সাংবাদিককে হত্যা ও দেশব্যাপী সাংবাদিক নির্যাতনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সচিব শফিকুল আলমকে দায়ী করে বলেন, আমরা মনে করি এই হত্যার পেছনে প্রেস সচিব শফিকুল আলমের হাত রয়েছে। দেশসেরা সাংবাদিকদের কোনো ধরনের প্রমাণ ছাড়া আজগুবি হত্যা মামলায় কারাগারে আটক রাখা হয়েছে।

প্রবীণ সাংবাদিক শাহরিয়ার কবীর, মোজাম্মেল বাবু, ফারজানা রূপা, শাকিল আহমদ ও শ্যামল দত্তসহ সকল সাংবাদিকের মুক্তির দাবি জানান তারা।

বক্তারা বলেন, প্রবীণ সাংবাদিক বিভুরঞ্জন সরকার নিখোঁজ হওয়ার প্রায় ৩৬ ঘণ্টা পর তাঁর লাশ মুন্সিগঞ্জের মেঘনা নদী থেকে উদ্ধার করা হয়। তাঁর মৃত্যু হত্যা না আত্মহত্যা এটি এখনও রহস্যময়। এই প্রেক্ষাপটে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরাও গত কয়েকদিন থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানারকম বঞ্চনা-শোষণের শিকার হওয়ার কথা লিখছেন।

তারা বলেন, মৃত্যুর আগে স্থানীয় একটি গণমাধ্যমকে একটি ইমেইল পাঠিয়ে ‘নিখোঁজ’ হন বিভুরঞ্জন সরকার। তার ‘জীবনের শেষ লেখায়’ নিজের দৈন্যদশাসহ আরও বেশ কিছু অভিযোগের কথা উল্লেখ করেছেন তিনি।

মানববন্ধনে উপস্থিত সাংবাদিকরা দেশের বর্তমান পরিস্থিতির কথা তুলে ধরে বলেন, দেশ এখন মগের, দেশ এখন মবের। এই সরকার সাধারণ মানুষের জান-মালের নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ।

সাংবাদিকরা বলেন, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, বঙ্গবন্ধু নিয়ে যারা ছিনিমিনি খেলছে, তারা ইতিহাসের আস্তাকুঁড়ে হারিয়ে যাবে।

মানববন্ধনে বক্তব্য দেন প্রবীণ সাংবাদিক, লন্ডনে বাংলাদেশ মিশনের সাবেক প্রেস মিনিস্টার, বীর মুক্তিযোদ্ধা আবু মুসা হাসান, প্রবীণ সাংবাদিক মতিয়ার চৌধুরী, ইউকে বাংলা রিপোটার্স ইউনিটির সাবেক সভাপতি ড. আনসার আহমেদ উল্লা, স্বদেশ-বিদেশ এর সম্পাদক বাতিরুল হক সরদার, বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমান খান, সৈয়দ এনামুল ইসলাম, ব্রিকলেন সম্পাদক জুয়েল রাজ, আব্দুল বাছির, সাংবাদিক সুশান্ত দাস গুপ্ত, আলী আকবর চৌধুরী, সাংবাদিক সুয়েজ মিয়া, মানবাধিকারকর্মী পুষ্পিতা গুপ্ত, কলামিস্ট শাহ রুমি হক, কবি ও সাংবাদিক সৈয়দ হিলাল সাইফ, আব্দুল আহাদ চৌধুরী প্রমুখ।

আয়োজকদের পক্ষে জুয়েল রাজ সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই সরকারের কাছে আমাদের কোনো প্রত্যাশা নেই। আমরা বিবেকের তাড়নায় এখানে দাঁড়িয়েছি। আমাদের প্রতিবাদটুকু সময়ের খাতায় লিখে রাখলাম। ইতিহাস এই দায় মেটাবে।

Tags :

Juyel Raaj

Most Discussed

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More on this topic

    People’s Agenda

Copyrights are reserved by NE News © 2025