বাংলাদেশের অবস্থানের বড় পতন, নেমে এল ১০০তম অবস্থানে

আন্তর্জাতিক পাসপোর্ট র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থানের আবারও বড়সড় পতন ঘটেছে। বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকা প্রকাশকারী সংস্থা হেনলি অ্যান্ড পার্টনার্স-এর অক্টোবর মাসের হালনাগাদ তালিকায় বাংলাদেশ ১০৬টি দেশের মধ্যে ১০০তম অবস্থানে নেমে এসেছে। এই তালিকায় বাংলাদেশের সঙ্গী হয়েছে উত্তর কোরিয়া।

প্রতি তিন মাস অন্তর প্রকাশিত এই সূচকে গত জুলাই মাসে বাংলাদেশের অবস্থান ছিল ৯৪তম। অর্থাৎ, মাত্র তিন মাসের ব্যবধানে বাংলাদেশের পাসপোর্টের শক্তি ছয় ধাপ কমে গেল।

বিশেষজ্ঞরা মনে করছেন, আন্তর্জাতিক অঙ্গনে গ্রহণযোগ্যতা এবং ভিসা নীতির পরিবর্তনের কারণেই এই অবনতি হয়েছে। ভিসা ছাড়াই ভ্রমণের সুযোগ কমে যাওয়া এর অন্যতম কারণ।

হেনলি অ্যান্ড পার্টনার্সের তথ্য অনুযায়ী, বর্তমানে বাংলাদেশি পাসপোর্টধারীরা বিশ্বের মোট ৩৮টি দেশে ভিসা-মুক্ত (বা অন-অ্যারাইভাল ভিসা) সুবিধা নিয়ে ভ্রমণ করতে পারেন। দেশগুলো হলো:

  • এশিয়া ও প্যাসিফিক: ভুটান, কম্বোডিয়া, কুক আইল্যান্ডস, ফিজি, কিরিবাতি, মালদ্বীপ, মাইক্রোনেশিয়া, নেপাল, নিউয়ে, সামোয়া, শ্রীলঙ্কা, তিমুর, টুভালু এবং ভানুয়াতু।
  • আফ্রিকা: বুরুন্ডি, কেপ ভার্দে দ্বীপপুঞ্জ, কমোরোস দ্বীপপুঞ্জ, জিবুতি, গাম্বিয়া, গিনি-বিসাউ, কেনিয়া, মাদাগাস্কার, মোজাম্বিক, রুয়ান্ডা এবং সিয়েরা লিওন।
  • আমেরিকা ও ক্যারিবিয়ান: বাহামাস, বার্বাডোস, বলিভিয়া, ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জ, ডোমিনিকা, গ্রেনাডা, হাইতি, জ্যামাইকা, মন্টসেরাট, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডাইনস এবং ত্রিনিদাদ ও টোবাগো।

শীর্ষস্থান:

এবারের তালিকার শীর্ষে রয়েছে সিঙ্গাপুর, যাদের পাসপোর্টধারীরা ১৯৩টি দেশে ভিসা-মুক্ত সুবিধা পান। দ্বিতীয় স্থানে দক্ষিণ কোরিয়া (১৯০টি) এবং তৃতীয় স্থানে রয়েছে জাপান (১৮৯টি)। চতুর্থ স্থানে রয়েছে জার্মানি, ইতালি, লুক্সেমবার্গ, স্পেন ও সুইজারল্যান্ড (১৮৮টি), এবং পঞ্চম স্থানে রয়েছে অস্ট্রিয়া, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডস (১৮৭টি)।

তালিকার শীর্ষে রয়েছে সিঙ্গাপুরের পাসপোর্ট

বাংলাদেশের নিচে:

হেনলি অ্যান্ড পার্টনার্সের অক্টোবর তালিকায় বাংলাদেশের পরে রয়েছে আরও ছয়টি দেশ:

  • ১০১তম: নেপাল
  • ১০২তম: সোমালিয়া
  • ১০৩তম: পাকিস্তান ও ইয়েমেন (যৌথভাবে)
  • ১০৪তম: ইরাক
  • ১০৫তম: সিরিয়া
  • ১০৬তম: আফগানিস্তান

এর ধারাবাহিকতায় শ্রীলঙ্কায় বাংলাদেশী নাগরিকদের জন্য বিমানবন্দরে অন-অ্যারাইভাল ভিসা (Visa on Arrival) সুবিধাটি আর থাকছে না, যার ফলে এখন থেকে ভ্রমণের আগেই ভিসা বা ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন (ETA) নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। শ্রীলঙ্কা সরকার পর্যটন ব্যবস্থাপনা এবং আন্তর্জাতিক নিরাপত্তা জোরদার করার অংশ হিসেবে এই নিয়মের পরিবর্তন এনেছে, যা ১৫ অক্টোবর ২০২৫ থেকে কার্যকর হয়েছে। এই নতুন নির্দেশনার ফলে পর্যটকসহ সকল স্বল্পমেয়াদী ভ্রমণকারীকে ভ্রমণের আগে অনলাইনে ইটিএ-এর জন্য আবেদন করতে হবে, যার ফি বাবদ প্রায় ২১ মার্কিন ডলার পরিশোধ করতে হবে; এছাড়া তারা চাইলে ঢাকায় অবস্থিত শ্রীলঙ্কার দূতাবাসেও সরাসরি ভিসার জন্য আবেদন করতে পারবেন। এই পরিবর্তন বাংলাদেশি ভ্রমণকারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, কারণ এখন আর কলম্বো বিমানবন্দরে পৌঁছে তাৎক্ষণিক ভিসার জন্য অপেক্ষা করার সুযোগ থাকবে না।

Tags :

News Desk

Most Discussed

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More on this topic

    People’s Agenda

Copyrights are reserved by NE News © 2025