বাংলাদেশ-পাকিস্তান ফ্লাইট চালুর উদ্যোগ

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স করাচি রুটে সপ্তাহে তিনটি ফ্লাইট চালুর প্রস্তুতি নিচ্ছে। এ তথ্য জানিয়েছেন পাকিস্তানে বাংলাদেশের হাইকমিশনার ইকবাল হুসাইন খান।

বুধবার (৩ ডিসেম্বর) ফরেন সার্ভিসেস অ্যাকাডেমিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

হাইকমিশনার জানান, পাকিস্তানের সঙ্গে সরাসরি ফ্লাইট চালুর প্রস্তুতি চলছে। তিনি বলেন, আমাদের জাতীয় এয়ারলাইন্স করাচিতে সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনা করবে।

ভারতীয় আকাশসীমা ব্যবহার নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, যেভাবে ভারতীয় উড়োজাহাজ বাংলাদেশ আকাশসীমা ব্যবহার করতে পারে, একইভাবে বিমানও ভারতের আকাশসীমা ব্যবহার করে পাকিস্তানের উদ্দেশ্যে উড়বে।

সূত্র জানিয়েছে, পাকিস্তানি এয়ারলাইন্সগুলোর ওপর ভারতের চলমান আকাশপথ সীমাবদ্ধতার কারণে ঢাকা-পাকিস্তান রুটে পাকিস্তানি ক্যারিয়ারের ফ্লাইট চালুর সম্ভাবনা আপাতত নেই।

এর আগে উচ্চকমিশনার প্রশিক্ষণরত তরুণ কূটনীতিকদের উদ্দেশে বক্তব্য দেন এবং প্রশ্নোত্তর পর্বে আঞ্চলিক সংযোগ, বাণিজ্য ও রাজনীতি নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, দক্ষিণ এশিয়ায় বিশাল সম্ভাবনা থাকলেও সীমিত প্রবেশাধিকার, সীমান্তবাধা এবং আঞ্চলিক রাজনীতি অর্থনৈতিক উন্নয়নকে ব্যাহত করছে।

তিনি বলেন, পাকিস্তান-বাংলাদেশ দ্বিপক্ষীয় বাণিজ্য আরও বাড়ানো সম্ভব। কিন্তু সরাসরি যোগাযোগের অভাবই সবচেয়ে বড় প্রতিবন্ধকতা। তিনি স্মরণ করিয়ে দেন, অতীতে রেল যোগাযোগের কারণে বাণিজ্য সহজ ছিল, অথচ এখন পাকিস্তানের খেজুর আঞ্চলিক বাজারে পৌঁছায় দুবাই ঘুরে। প্রাচীন বাণিজ্যপথের উদাহরণ দিয়ে তিনি বলেন, একসময় কাবুল, পেশোয়ার, ঢাকা ও মিয়ানমার পরস্পরের সঙ্গে সংযুক্ত ছিল। এখন দুর্বল ভৌগোলিক সংযোগ অঞ্চলটির উন্নয়নে বড় চ্যালেঞ্জ।

ইকবাল হুসাইন খান বলেন, দক্ষিণ এশিয়ার নতুন প্রজন্ম আরও সচেতন, উচ্চাকাঙ্ক্ষী ও পরিবর্তনের প্রতি আগ্রহী। তিনি মনে করেন, ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনে বাংলাদেশের তরুণ সমাজে নতুন আশাবাদ তৈরি হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্ব সামনে আসার সঙ্গে সঙ্গে পুরোনো বাধা দূর হবে, আঞ্চলিক সংযোগ বাড়বে এবং অর্থনৈতিক অগ্রগতির নতুন দ্বার খুলবে।

Tags :

News Desk

Most Discussed

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More on this topic

    People’s Agenda

Copyrights are reserved by NE News © 2025