বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের নির্দেশ

বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়ায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সব খেলা এবং অনুষ্ঠান সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে অন্তর্বর্তী সরকার।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞার কথা জানানো হয়।

মন্ত্রণালয়ের সহকারী সচিব ফিরোজ খান স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে।

মন্ত্রণালয়ের নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) কর্তৃক আগামী ২৬ মার্চ ২০২৬ থেকে অনুষ্ঠেয় আইপিএলে মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়ার বিষয়টি সরকারের দৃষ্টিগোচর হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভারতীয় ক্রিকেট বোর্ডের এহেন সিদ্ধান্তের কোনো যৌক্তিক কারণ জানা নেই। এমন সিদ্ধান্ত বাংলাদেশের জনগণকে ব্যথিত, মর্মাহত ও ক্ষুব্ধ করেছে। এমতাবস্থায়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আইপিএল-এর সব খেলা এবং অনুষ্ঠান প্রচার/সম্প্রচার বন্ধ রাখার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

জনস্বার্থে ও যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এই আদেশ জারি করা হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

আসন্ন আইপিএলে মুস্তাফিজের খেলা নিয়ে গত কয়েকদিন ধরেই উত্তপ্ত ছিল পরিস্থিতি। ভারতের কট্টর হিন্দুত্ববাদী সংগঠনগুলোর চাপের মুখে শনিবার (৩ জানুয়ারি) বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া মুস্তাফিজকে বাদ দেওয়ার নির্দেশ দেন। এরপরই কেকেআর আনুষ্ঠানিকভাবে তাকে স্কোয়াড থেকে সরিয়ে দেয়।

বিনা কারণে এবং অক্রীড়াসুলভ আচরণের মাধ্যমে বাংলাদেশি এই পেসারকে বাদ দেওয়ায় ক্ষোভে ফেটে পড়ে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা। এর আগে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলও এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে আইপিএল সম্প্রচার বন্ধের আহ্বান জানিয়েছিলেন। অবশেষে সেই আহ্বানের প্রেক্ষিতেই সরকারিভাবে সম্প্রচার বন্ধের এই কঠোর সিদ্ধান্ত এল।

Tags :

News Desk

Most Discussed

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More on this topic

    People’s Agenda

Copyrights are reserved by NE News © 2025