শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় বলেছেন, আওয়ামী লীগকে ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ প্রয়োজন। আমাদের আন্দোলন দিন দিন শক্তিশালী হচ্ছে।
জয় আরও বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় হস্তক্ষেপ না করলে ফেব্রুয়ারির নির্বাচনের আগে দেশে সহিংসতা আরও বৃদ্ধি পাবে। তাদের আন্দোলনের মাধ্যমে নির্বাচন ব্যাহত করা হবে।
রোববার সংবাদ সংস্থা রয়টার্সকে এসব কথা বলেছেন সজীব ওয়াজেদ জয়।
শেখ হাসিনার রায় ঘোষণার আগে এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন জয়। তিনি জানান, তার মায়ের মৃত্যুদণ্ড হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সেটি নিয়ে তারা বর্তমানে উদ্বিগ্ন নন।
গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা বাংলাদেশ ত্যাগ করে ভারতে আশ্রয় নেন। জয় জানান, ভারতে তার মা নিরাপদ রয়েছেন এবং সেখানকার সরকার তার নিরাপত্তার ব্যবস্থা করেছে।
তার ভাষায়, “রায় কী হতে পারে তা আমরা জানি। সরাসরি সম্প্রচার হবে, মাকে দোষী সাব্যস্ত করা হবে এবং সম্ভবত মৃত্যুদণ্ড দেওয়া হবে। কিন্তু তারা আমার মায়ের সঙ্গে কী করতে পারে? তিনি ভারতে নিরাপদে আছেন।”
যদি সোমবার শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় আসে, তাহলে পরবর্তী পদক্ষেপ কী এ বিষয়ে সরকারপক্ষের আইনজীবীরা জানান, পলাতক অবস্থায় তিনি রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন না। আইন অনুযায়ী, রায় ঘোষণার ৩০ দিনের মধ্যে আপিল করতে হলে তাকে দেশে ফিরে আত্মসমর্পণ করতে হবে। দেশের বাইরে থেকে পাঠানো কোনো বার্তা আদালত গ্রহণ করবে না।
জয় জানান, আপাতত আপিল করার কোনো পরিকল্পনা নেই, কারণ তার মা ভারতে সুরক্ষিত রয়েছেন। তিনি বলেন, “বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন হলে এবং নতুন সরকার গঠিত হলে আমরা রায়ের বিরুদ্ধে আপিল বিবেচনা করব।”




